Ajker Patrika

প্রথম চাওয়া দেশের মানুষ যেন ইলিশ খেতে পারে: মৎস্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত
জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: সংগৃহীত

বিদেশে ইলিশের চাহিদা অনেক বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘বিদেশে ইলিশের চাহিদা অনেক। সে ক্ষেত্রে আমাদের প্রথম চাওয়া দেশের মানুষ যেন ইলিশ খেতে পারে।’

‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’—এই প্রতিপাদ্যে বরিশাল বেলস পার্কে আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত।

উদ্বোধন অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য নৌ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি কীর্তনখোলা নদীর ডিসি ঘাট থেকে শুরু হয়ে চরমোনাইতে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘জাটকা নিধন বন্ধ করে, উৎপাদন বাড়াতে পারলে দেশে ইলিশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব। জাটকা সংরক্ষণের জন্য আমরা ক্ষতিকর জাল তৈরি করে এমন সব কারখানা বন্ধ করার কার্যক্রম চলমান রেখেছি।’

বরিশাল বেলস পার্কে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত
বরিশাল বেলস পার্কে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়। ছবি: সংগৃহীত

ইলিশের বড় অংশ বরিশাল বিভাগে উৎপাদিত হয় জানিয়ে মৎস্য উপদেষ্টা বলেন, ইলিশের বাড়ি ভোলা আর বিভাগ বরিশাল। কেননা দেশে উৎপাদিত মোট ইলিশের ৬৫ দশমিক ৮৮ শতাংশ বরিশাল বিভাগে উৎপাদিত হয়। বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ইলিশ উৎপাদিত হয় ভোলা জেলায়।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন, বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ কোস্ট গার্ড (ভোলা) জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান, বাংলাদেশ নৌ বাহিনীর খুলনা অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম জিল্লুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন আজাদ ও নৌ পুলিশ সুপার এস এম নাজমুল হক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘সাকিবের পোস্টার স্টেডিয়ামে ঢুকবে কি না, বিসিবির ডিসিপ্লিনারি কমিটি দেখবে’

আন্তর্জাতিক সালিসের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ-আদানি

‘তোমার জন্যই খুন করেছি’, স্ত্রীকে হত্যার পর প্রেমিকাকে সার্জনের বার্তা

নীলফামারীতে হচ্ছে চীনা সরকারের উপহার ১০০০ শয্যার হাসপাতাল

ট্রাকের নিচে ঢুকে গেল অটোরিকশা, কলেজশিক্ষার্থীসহ নিহত ৬

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ