নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনের (গ্যাভি) মাধ্যমে জাপান থেকে আরও ১৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে। আগামীকাল শনিবার ও আগামী বুধবার দুই ভাগে এসব টিকা আসছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গত ২৪ জুলাই একই মাধ্যমে দেশটি থেকে ২ লাখ ৪৫ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা আসে। টিকার এই বৈশ্বিক উদ্যোগ থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। এখন পর্যন্ত এসেছে ৫৮ লাখ ৪৫ হাজার ৬২০ ডোজ।
করোনা মোকাবিলায় দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে চেয়েছে। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের টিকা নিশ্চিত করা হবে।
টিকা সরবরাহ বাড়ায় গ্রামাঞ্চলের জনগোষ্ঠীকে সাধারণ নিয়মেই করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।
এর আগে গত সোমবার স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রী জানান, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে লাগবে ২১ কোটি ডোজ। ২১ মাসেরও কম সময়ে সেই টিকা দিতে চায় সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ অ্যাস্ট্রোজেনেকার টিকা আসবে। এরই মধ্যে ৭০ লাখ এসেছে। চীনের কাছ থেকে সিনোফার্ম ভ্যাকসিন নিতে চুক্তি হয়েছে। এর একটা অংশ এরই মধ্যে চলে এসেছে। ১ কোটি টিকা আসবে রাশিয়া থেকে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কোভ্যাক্স থেকে মর্ডার্না, ফাইজারের মতো টিকা পাচ্ছে বাংলাদেশ। সেখান থেকে ৬ কোটি ৮০ লাখ আসবে। অর্থাৎ প্রায় ৭ কোটি ডোজ হাতে আসছে। এ ছাড়া জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ৭ কোটি ডোজ টিকার জন্য চুক্তি হয়েছে, যা আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনের (গ্যাভি) মাধ্যমে জাপান থেকে আরও ১৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে। আগামীকাল শনিবার ও আগামী বুধবার দুই ভাগে এসব টিকা আসছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গত ২৪ জুলাই একই মাধ্যমে দেশটি থেকে ২ লাখ ৪৫ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা আসে। টিকার এই বৈশ্বিক উদ্যোগ থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। এখন পর্যন্ত এসেছে ৫৮ লাখ ৪৫ হাজার ৬২০ ডোজ।
করোনা মোকাবিলায় দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে চেয়েছে। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের টিকা নিশ্চিত করা হবে।
টিকা সরবরাহ বাড়ায় গ্রামাঞ্চলের জনগোষ্ঠীকে সাধারণ নিয়মেই করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।
এর আগে গত সোমবার স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রী জানান, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে লাগবে ২১ কোটি ডোজ। ২১ মাসেরও কম সময়ে সেই টিকা দিতে চায় সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ অ্যাস্ট্রোজেনেকার টিকা আসবে। এরই মধ্যে ৭০ লাখ এসেছে। চীনের কাছ থেকে সিনোফার্ম ভ্যাকসিন নিতে চুক্তি হয়েছে। এর একটা অংশ এরই মধ্যে চলে এসেছে। ১ কোটি টিকা আসবে রাশিয়া থেকে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কোভ্যাক্স থেকে মর্ডার্না, ফাইজারের মতো টিকা পাচ্ছে বাংলাদেশ। সেখান থেকে ৬ কোটি ৮০ লাখ আসবে। অর্থাৎ প্রায় ৭ কোটি ডোজ হাতে আসছে। এ ছাড়া জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ৭ কোটি ডোজ টিকার জন্য চুক্তি হয়েছে, যা আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তাঁর এ সফরে নতুন করে আলোচনায় উঠে এসেছে একাত্তর প্রসঙ্গ। স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনাসহ...
৫ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট এবং পরের কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের এই ঢলের আট বছর হলেও একজন রোহিঙ্গাকেও স্বদেশে প্রত্যাবাসন করা সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেএয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা যাচাই করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বিমানবন্দরে উপস্থিত হয়ে যাত্রীদের সঙ
৬ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে গণভোট অথবা বিশেষ সাংবিধানিক আদেশ (স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার) গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গণভোটের মাধ্যমে করতে চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এই ভোটের আয়োজন করা যেতে পারে।
৭ ঘণ্টা আগে