Ajker Patrika

জাপান থেকে আসছে আরও ১৩ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৭: ৩৮
জাপান থেকে আসছে আরও ১৩ লাখ টিকা

গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনের (গ্যাভি) মাধ্যমে জাপান থেকে আরও ১৩ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে। আগামীকাল শনিবার ও আগামী বুধবার দুই ভাগে এসব টিকা আসছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

গত ২৪ জুলাই একই মাধ্যমে দেশটি থেকে ২ লাখ ৪৫ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা আসে। টিকার এই বৈশ্বিক উদ্যোগ থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। এখন পর্যন্ত এসেছে ৫৮ লাখ ৪৫ হাজার ৬২০ ডোজ। 

করোনা মোকাবিলায় দেশটি বাংলাদেশকে ৩০ লাখ টিকা দিতে চেয়েছে। এসব টিকা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের টিকা নিশ্চিত করা হবে।

টিকা সরবরাহ বাড়ায় গ্রামাঞ্চলের জনগোষ্ঠীকে সাধারণ নিয়মেই করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।

এর আগে গত সোমবার স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রী জানান, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে লাগবে ২১ কোটি ডোজ। ২১ মাসেরও কম সময়ে সেই টিকা দিতে চায় সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ অ্যাস্ট্রোজেনেকার টিকা আসবে। এরই মধ্যে ৭০ লাখ এসেছে। চীনের কাছ থেকে সিনোফার্ম ভ্যাকসিন নিতে চুক্তি হয়েছে। এর একটা অংশ এরই মধ্যে চলে এসেছে। ১ কোটি টিকা আসবে রাশিয়া থেকে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, কোভ্যাক্স থেকে মর্ডার্না, ফাইজারের মতো টিকা পাচ্ছে বাংলাদেশ। সেখান থেকে ৬ কোটি ৮০ লাখ আসবে। অর্থাৎ প্রায় ৭ কোটি ডোজ হাতে আসছে। এ ছাড়া জনসন অ্যান্ড জনসনের সঙ্গে ৭ কোটি ডোজ টিকার জন্য চুক্তি হয়েছে, যা আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত