নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি যে ১০ জনের নাম সুপারিশ করবে, তা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগেই প্রকাশ করার পরামর্শ দিয়েছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেছেন, নাম আগে প্রকাশ হলে যাদের বিরুদ্ধে অভিযোগ বা বিতর্ক থাকবে, তাদের বাদ দেওয়ার সুযোগ থাকবে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ শনিবার সার্চ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এমন পরামর্শ দেন বিশিষ্ট নাগরিকেরা।
সার্চ কমিটির সঙ্গে সভা শেষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন এমন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে বলেছি। এ দাবিকে বৈঠকে উপস্থিত বেশির ভাগ সমর্থন জানিয়েছেন। সৎ, নিষ্ঠাবান ও যোগ্যদের বাছাই করতে সবাই মতামত দিয়েছেন। কোনো ধরনের মোহের বাইরে থেকে নির্বাচন কমিশন পরিচালনা করতে পারেন, এমন ধরনের ব্যক্তিদের বেছে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে।
অধ্যাপক মাহফুজা খানম বলেন, সার্চ কমিটি রাষ্ট্রপতি কাছে যে ১০ জনের নাম পাঠাবে, তাঁদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হতে হবে তিনি যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ হন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, কোনো দলীয় সরকারের সময় বিশেষভাবে সুবিধাভোগী ব্যক্তি নির্বাচন কমিশনে যাতে স্থান না পান সেই দাবি জানিয়েছি, উপস্থিত অনেকেই এতে সমর্থন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা সবাই কথা বলার সুযোগ পেয়েছি। বেশির ভাগই বলেছি, যারা ইসিতে সুযোগ পাবেন তাঁরা যেন কোনো সরকারের আমলেই বিশেষ সুবিধাভোগী না হয় ৷ চুক্তিভিত্তিক নিয়োগ, চাকরির মেয়াদ বাড়ানোর মাধ্যমে সরকার নিজেদের পছন্দের লোকদের সুযোগ সুবিধা দিয়েছে। অনেকেই অবসরের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছেন, তারা যেন কোনভাবে কমিশনে না আসেন।
তিনি বলেন, যারা এই নির্বাচন কমিশনে আসবেন, তাঁদের যেন সুষ্ঠু নির্বাচন করার মানসিকতা থাকে। আমরা বলেছি, সব নাম যেন আগেই প্রকাশ করা হয়, বিভিন্ন স্তরে স্তরে। যেমন সার্চ যাদের নাম প্রস্তাব করবে তাদের মধ্যে কেউ যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দিয়েছে, কিংবা দায়িত্বে থাকা অবস্থায় টকশোতে অংশ নিয়ে রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে বলেছে, এটা জনগণ তাঁদের বলতে পারবে ৷ তখন তাঁরা বাদ দিয়ে দিতে পারবে।
আসিফ নজরুল বলেন, সার্চ কমিটি আমাদের কথা মন দিয়ে শুনেছে। কতটুকু কথা রাখবেন তা নাম প্রকাশিত হওয়ার পর বোঝা যাবে। সভায় অংশ নেওয়া কেউ কোনো নাম প্রস্তাব করেননি।
নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি নির্বাচনকালীন সরকার নিয়েও সার্চ কমিটির সঙ্গে কথা বলেছেন বলে জানান আসিফ নজরুল।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, যে নির্বাচন কমিশন গঠিত হবে সেটি যেন অন্তর্ভুক্তিমূলক হয়, তা যেন কোনো একটা প্রফেসনকেন্দ্রিক না হয়, সে বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।
রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করার আগে সেগুলো প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে সার্চ কমিটির সদস্যরা কিছু জানাননি বলে সভায় অংশ নেওয়া বিশিষ্টজনেরা জানিয়েছেন।
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি যে ১০ জনের নাম সুপারিশ করবে, তা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগেই প্রকাশ করার পরামর্শ দিয়েছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেছেন, নাম আগে প্রকাশ হলে যাদের বিরুদ্ধে অভিযোগ বা বিতর্ক থাকবে, তাদের বাদ দেওয়ার সুযোগ থাকবে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ শনিবার সার্চ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এমন পরামর্শ দেন বিশিষ্ট নাগরিকেরা।
সার্চ কমিটির সঙ্গে সভা শেষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেন এমন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে বলেছি। এ দাবিকে বৈঠকে উপস্থিত বেশির ভাগ সমর্থন জানিয়েছেন। সৎ, নিষ্ঠাবান ও যোগ্যদের বাছাই করতে সবাই মতামত দিয়েছেন। কোনো ধরনের মোহের বাইরে থেকে নির্বাচন কমিশন পরিচালনা করতে পারেন, এমন ধরনের ব্যক্তিদের বেছে নিয়ে আসার বিষয়ে আলোচনা হয়েছে।
অধ্যাপক মাহফুজা খানম বলেন, সার্চ কমিটি রাষ্ট্রপতি কাছে যে ১০ জনের নাম পাঠাবে, তাঁদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হতে হবে তিনি যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ হন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, কোনো দলীয় সরকারের সময় বিশেষভাবে সুবিধাভোগী ব্যক্তি নির্বাচন কমিশনে যাতে স্থান না পান সেই দাবি জানিয়েছি, উপস্থিত অনেকেই এতে সমর্থন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা সবাই কথা বলার সুযোগ পেয়েছি। বেশির ভাগই বলেছি, যারা ইসিতে সুযোগ পাবেন তাঁরা যেন কোনো সরকারের আমলেই বিশেষ সুবিধাভোগী না হয় ৷ চুক্তিভিত্তিক নিয়োগ, চাকরির মেয়াদ বাড়ানোর মাধ্যমে সরকার নিজেদের পছন্দের লোকদের সুযোগ সুবিধা দিয়েছে। অনেকেই অবসরের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছেন, তারা যেন কোনভাবে কমিশনে না আসেন।
তিনি বলেন, যারা এই নির্বাচন কমিশনে আসবেন, তাঁদের যেন সুষ্ঠু নির্বাচন করার মানসিকতা থাকে। আমরা বলেছি, সব নাম যেন আগেই প্রকাশ করা হয়, বিভিন্ন স্তরে স্তরে। যেমন সার্চ যাদের নাম প্রস্তাব করবে তাদের মধ্যে কেউ যদি কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দিয়েছে, কিংবা দায়িত্বে থাকা অবস্থায় টকশোতে অংশ নিয়ে রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে বলেছে, এটা জনগণ তাঁদের বলতে পারবে ৷ তখন তাঁরা বাদ দিয়ে দিতে পারবে।
আসিফ নজরুল বলেন, সার্চ কমিটি আমাদের কথা মন দিয়ে শুনেছে। কতটুকু কথা রাখবেন তা নাম প্রকাশিত হওয়ার পর বোঝা যাবে। সভায় অংশ নেওয়া কেউ কোনো নাম প্রস্তাব করেননি।
নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি নির্বাচনকালীন সরকার নিয়েও সার্চ কমিটির সঙ্গে কথা বলেছেন বলে জানান আসিফ নজরুল।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, যে নির্বাচন কমিশন গঠিত হবে সেটি যেন অন্তর্ভুক্তিমূলক হয়, তা যেন কোনো একটা প্রফেসনকেন্দ্রিক না হয়, সে বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি।
রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করার আগে সেগুলো প্রকাশ করা হবে কি না, সে বিষয়ে সার্চ কমিটির সদস্যরা কিছু জানাননি বলে সভায় অংশ নেওয়া বিশিষ্টজনেরা জানিয়েছেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরকারি ও কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের সরকারি ও কূটনীতিক পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তানে যেতে পারবেন।
৩ মিনিট আগেগ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মানি লন্ডারিং আইনের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে গতকাল বুধবার মাদারগঞ্জ থানায় মামলা
১ ঘণ্টা আগেবৈঠক শুরুর আগে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করছি। অনেকগুলো বিষয় থাকায় পরিকল্পনা আজকের মধ্যে জানানো সম্ভব না-ও হতে পারে। সে ক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
১ ঘণ্টা আগেচলতি মাসের শেষ সপ্তাহে জাপানে এবং সেপ্টেম্বরের শুরুতে কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু হচ্ছে। ভোটার নিবন্ধন কার্যক্রম মনিটরিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ ইতিমধ্যে জাপানে গেছেন। আর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
২ ঘণ্টা আগে