Ajker Patrika

নিজের প্রস্তাবিত ব্যক্তি সিইসি, সরকারকে জাফরুল্লাহ চৌধুরীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজের প্রস্তাবিত ব্যক্তি সিইসি, সরকারকে জাফরুল্লাহ চৌধুরীর অভিনন্দন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে তাঁর নামটি প্রস্তাব করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ১৮ ফেব্রুয়ারি গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় জাফরুল্লাহ চৌধুরী নিজেই এ কথা জানান। 

সদ্য ঘোষিত নির্বাচন কমিশন সদস্য বাছাই প্রক্রিয়া নিয়ে অনেকে হতাশা প্রকাশ করলেও নিজের প্রস্তাবিত ব্যক্তিকে সিইসি হিসেবে বেছে নেওয়ায় খুশি জাফরুল্লাহ চৌধুরী।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার এবং হাবিবুল আউয়াল দুজনকেই কংগ্রাচুলেট করছি। হাবিবুল আউয়ালের পারিবারিক তেজ আছে। তাঁর অতীত ইতিহাসও বলে তিনি একজন দৃঢ়চেতা ব্যক্তি। আমি আশা করব, তিনি তাঁর অতীত রেকর্ড অক্ষুণ্ন রাখবেন, বিবেকবোধ দিয়ে কাজ করবেন। আমরা তাঁর পাশে আছি।’

নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। প্রজ্ঞাপন দিয়ে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। আর নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া বাকি চারজন হলেন—   সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত