Ajker Patrika

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩৮

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ জুন ২০২৫, ২২: ২২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর জানা গেছে।

আজ শনিবার (২১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যু সংবাদে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশি এই ৩৮ জনের মধ্যে সৌদি আরবের মক্কায় ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় ১ জন, মিনায় ১ জন ও আরাফাহে ১ জনের মৃত্যু হয়েছে।

হজ ব্যবস্থাপনা পোর্টালে বলা হয়েছে, সবশেষ গতকাল শুক্রবার (২০ জুন) মৃত্যুবরণ করেন নাটোরের সিংড়ার মোছা. ফিরোজা বেগম (৬৩) ও সিরাজগঞ্জের রায়গঞ্জের মোছা. ফাতেমা খাতুন (৪৪)। তাঁদের মধ্যে পুরুষ ২৭ ও নারী ১১ জন।

এতে জানানো হয়, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা ২৮১ জন। সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা ১৯ জন।

এ বছর হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। এবার বাংলাদেশ থেকে ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব গেছেন। ২২২টি ফিরতি ফ্লাইটে তাঁরা দেশে ফিরবেন। এর আগে হজ ফ্লাইট পরিচালনা শুরু হয় ২৯ এপ্রিল ও শেষ বিদেশগামী ফ্লাইটটি ১ জুন বাংলাদেশ থেকে ছেড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত