নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ নবম বেতন স্কেল গঠনের দাবি জানিয়েছে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৩০ শতাংশ বেতন বৃদ্ধি, নবম জাতীয় বেতনস্কেল ঘোষণা, কর্মচারীদের জন্য স্থায়ী রেশনিং পদ্ধতি চালু, সচিবালয়ে এবং সচিবালয়ের বাইরে সব পদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু টাইমস্কেল, সিলেকশন গ্রেড, অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালু রাখতে জোর দাবি জানানো হয়।
সমিতির মহাসচিব মো. ছালজার রহমান বলেন, ২০১৫ সালে ৮ম জাতীয় বেতনস্কেল দেওয়া হয়। বিগত সময়ে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপণ্যের দাম শতভাগ বেড়েছে। এতে কর্মচারীরা অর্থকষ্টে জীবন-যাপন করছেন।
সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, ‘আগামী ২১ মে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেওয়া হবে। ২৬-৩০ মে সব সরকারি প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ এবং ১ জুন প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো. নুরন্নবী, রাহয়ন উদ্দিন চৌধুরী, আসাদুজ্জামান পিয়াল, ঢাকা মহানগরের সভাপতি মো. মিজানুর রহমান, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মামুন, অতিরিক্ত মহাসচিব তাপস কুমার সাহা, মো. মনির হোসেন বাবু, মো. মাহাবুব হক তালুকদার, মো. মফিজুল ইসলাম পিন্টু, মো. মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আরিফুল ইসলাম (টেমো), অর্থ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ও মনিরুজ্জামান, ঢাকা মেডিকেলের সভাপতি মো. সাইফুল ইসলাম, হৃদ্রোগ হাসপাতালের সেলিম মোল্লা, বিএসটিআই এর মো. ইব্রাহিম মিয়া, আনোয়ার হোসেন, বিএসএমইউর সিরাজুল ইসলাম, ঢাকা শিক্ষা বোর্ডের আনোয়ার হোসেন, বি আই ডব্লিউ এর মো. ছাব্বির রহমান, বিজি প্রেস এর আশরাফুল ইসলাম, ঢাকা ডিসি অফিসের মো. শাহ আলম, মৎস্য অধিদপ্তর মো. আরিফুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নুরী মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সিজিএম কোর্টের আব্দুল্লাহ আল মামুন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এনামুল, বিএমইটি সাজেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি আনোয়ার হোসেন, দুর্যোগ অধিদপ্তর সুজন কুমার ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবির হোসেন প্রমুখ।
বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ নবম বেতন স্কেল গঠনের দাবি জানিয়েছে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেন সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ৩০ শতাংশ বেতন বৃদ্ধি, নবম জাতীয় বেতনস্কেল ঘোষণা, কর্মচারীদের জন্য স্থায়ী রেশনিং পদ্ধতি চালু, সচিবালয়ে এবং সচিবালয়ের বাইরে সব পদের জন্য এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রথা চালু টাইমস্কেল, সিলেকশন গ্রেড, অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং ইনক্রিমেন্টের শেষ ধাপ ব্লক না রেখে নিয়মিত ইনক্রিমেন্ট চালু রাখতে জোর দাবি জানানো হয়।
সমিতির মহাসচিব মো. ছালজার রহমান বলেন, ২০১৫ সালে ৮ম জাতীয় বেতনস্কেল দেওয়া হয়। বিগত সময়ে গ্যাস, বিদ্যুৎ, পানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও নিত্যপণ্যের দাম শতভাগ বেড়েছে। এতে কর্মচারীরা অর্থকষ্টে জীবন-যাপন করছেন।
সভাপতি মো. লুৎফুর রহমান বলেন, ‘আগামী ২১ মে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি দেওয়া হবে। ২৬-৩০ মে সব সরকারি প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ এবং ১ জুন প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি মো. নুরন্নবী, রাহয়ন উদ্দিন চৌধুরী, আসাদুজ্জামান পিয়াল, ঢাকা মহানগরের সভাপতি মো. মিজানুর রহমান, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মামুন, অতিরিক্ত মহাসচিব তাপস কুমার সাহা, মো. মনির হোসেন বাবু, মো. মাহাবুব হক তালুকদার, মো. মফিজুল ইসলাম পিন্টু, মো. মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. আরিফুল ইসলাম (টেমো), অর্থ সম্পাদক মো. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন ও মনিরুজ্জামান, ঢাকা মেডিকেলের সভাপতি মো. সাইফুল ইসলাম, হৃদ্রোগ হাসপাতালের সেলিম মোল্লা, বিএসটিআই এর মো. ইব্রাহিম মিয়া, আনোয়ার হোসেন, বিএসএমইউর সিরাজুল ইসলাম, ঢাকা শিক্ষা বোর্ডের আনোয়ার হোসেন, বি আই ডব্লিউ এর মো. ছাব্বির রহমান, বিজি প্রেস এর আশরাফুল ইসলাম, ঢাকা ডিসি অফিসের মো. শাহ আলম, মৎস্য অধিদপ্তর মো. আরিফুল ইসলাম, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নুরী মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সিজিএম কোর্টের আব্দুল্লাহ আল মামুন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এনামুল, বিএমইটি সাজেদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সভাপতি আনোয়ার হোসেন, দুর্যোগ অধিদপ্তর সুজন কুমার ব্যাপারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবির হোসেন প্রমুখ।
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে