Ajker Patrika

ব্যাংকে টাকা না রাখলে চুরি হয়ে যেতে পারে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৮: ৫৫
ব্যাংকে টাকা না রাখলে চুরি হয়ে যেতে পারে: প্রধানমন্ত্রী

ব্যাংকে টাকা না রেখে বাসায় টাকা রাখলে চুরি হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলে, ব্যাংকে নাকি টাকা নাই। অথচ এই কয়েক দিনে যারা ব্যাংকে টাকা তুলতে গেছে তারা সবাই টাকা তুলতে পেরেছে। এখানে আমার একটা কথা আছে, আপনি ব্যাংকে টাকা রাখবেন না। তুলে এনে বাসায় রাখবেন, বালিশের নিচে গুঁজে রাখবেন, তোষকের নিচে আর না হয় আলমারিতে রাখবেন—সেই টাকা কিন্তু চোরে নিয়ে যেতে পারে।’ 

শেখ হাসিনা আরও বলেন, গুজব রটালে মানুষ বিভ্রান্ত হয়। টাকা তুলে ঘরে আনে, যখন টাকা চুরি হয়ে গেছে আবার টাকা ব্যাংকে জমা রাখছে। মানুষের সর্বনাশ করা বিএনপি-জামায়াতের কাজ। চোরের সঙ্গে তাদের সখ্য। 

বিশ্বের কোনো দেশ ফ্রিতে করোনার টিকা দেয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘দেশের মানুষকে করোনার টিকা ফ্রিতে দিয়েছি। আমেরিকা ইংল্যান্ড কেউ ফ্রিতে দেয়নি। একমাত্র বাংলাদেশ বিনা পয়সায় ফ্রি টেস্ট ও টিকা দিচ্ছে। কাদের জন্য, জনগণের জন্য। কারণ আমরা জনগণের জন্য কাজ করি।’ 

বর্তমানে ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘রিজার্ভের টাকা জনগণের কল্যাণে খরচ করছি। খাদ্য কিনছি, ওষুধ কিনছি। এগুলোতো জনগণের জন্য।’ 

সকলের হাতে মোবাইল ফোন আওয়ামী লীগ সরকার পৌঁছে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনাদের হাতে মোবাইল ফোন আছে না? এগুলো আমরা দিয়েছি। বিএনপির আমলে দিতে পারেনি। আওয়ামী লীগ সরকার থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। বিএনপি নির্বাচনে অংশ নেয় না। নির্বাচনের আগে ও পরে ভোটে অংশ না নিয়ে তারা দুটিই জিনিস পারে। এক. ভোট চুরি এবং দুই. মানুষ খুন।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ৩টার দিকে পলোগ্রাউন্ডের জনসভাস্থলে এসে পৌঁছান। সাড়ে ৩টায় বক্তব্য শুরু করেন। 

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল। সে জন্য জনগণ মেনে নেয়নি। তাই তিনি পদত্যাগ করতে বাধ্য হন। বিএনপির সে কথা মনে রাখা উচিত। ওরা ভোটে যেতে চায় অবৈধ উপায়ে। চট্টগ্রামের মানুষের জন্য ২৯টি প্রকল্প উদ্বোধন করেছি। এগুলো আপনাদের জন্য উপহার।’ 

বিএনপি জনগণের অর্থ পাচার করেছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আমরা উন্নয়ন করি। বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করি। কিন্তু বিএনপি শুধু এগুলোর বিরোধিতা করে। তারেক রহমান নামে কুলাঙ্গার বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বোমাবাজি করছে। সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।’ 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউ প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত