উত্তরা (ঢাকা) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৮ দশমিক ৪২ শতাংশ। এই কলেজ কেন্দ্রটির মোট ভোটার ১০ হাজার ৬৩৭ জন। ভোট পড়েছে ৯২৩টি।
সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এসব ভোট পড়ে। কলেজটিতে দুটি পুরুষ ভোটকেন্দ্র ও দুটি নারী ভোটকেন্দ্র রয়েছে। তবে নারীর তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল বেশি।
সরেজমিন এই ভোটকেন্দ্রটিতে ঘুরে দেখা যায়, ভেতরে তেমন একটা ভোটার না থাকলেও বাইরে প্রার্থীর নেতা-কর্মীদের ভিড়। কিন্তু ভেতরে ভোটকেন্দ্রগুলোতে দু-একজনের বেশি ভোটার দেখা যায়নি। অন্যদিকে খসরু চৌধুরীর কেটলি, বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেনের ট্রাক, জাতীয় পার্টির শেরীফা কাদেরের লাঙ্গল মার্কার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে একটি কেন্দ্রে শুধু কেটলির এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখা যায়নি।
অন্যদিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকায় প্রার্থীর এজেন্টদের আড্ডা, গল্পে ব্যস্ত থাকতে দেখা যায়। আবার কাউকে কাউকে বিরক্ত হয়ে কেন্দ্র থেকে বের হয়ে যেতে দেখা যায়।
রাজউক কলেজের ১১ নম্বর পুরুষ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, ‘এখানে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ২৭৭টি। সে হিসাবে ১০ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে লাঙ্গল, কেটলি ও ট্রাক ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।’
১২ নম্বর পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকতৃা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২০০। সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২২টি। সে হিসাবে ১০ শতাংশ।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে কেটলি, ট্রাক, লাঙ্গল ও ঈগল মার্কার এজেন্ট রয়েছে। কিন্তু বাকি ছয়টি মার্কার কোনো এজেন্ট নেই।’
১৩ নম্বর নারী কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘২ হাজার ২৯ ভোটারের মধ্যে ১৬৩ ভোট পড়েছে। শতকরা হিসেবে ৭ দশমিক ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’
তিনি বলেন, ‘এখানে ট্রাক ও কেটলি মার্কার এজেন্ট থাকলেও অন্য কোনো মার্কার প্রার্থীর এজেন্ট নেই।’
১৪ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহাদেব কুমার দেবনাথ বলেন, ‘২ হাজার ৮২২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬১ জন। সে হিসাবে ভোট পড়েছে ৫ দশমিক ৭ শতাংশ।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে কেটলি, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট আছে। কিন্তু বাকিদের এজেন্ট নেই।’
প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, ‘দুপুরের দিকে তুলনামূলক ভোটার উপস্থিতি বেড়েছে। কেন্দ্রের কোথাও কোনো ঝামেলা হয়নি, অপ্রীতির ঘটনা ঘটেনি।’
কিন্তু ওই কেন্দ্রে কেটলি মার্কার এজেন্ট ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। কেটলি মার্কার এজেন্ট আবু রায়হান বলেন, ‘ট্রাক ও লাঙ্গলেরও এজেন্ট ছিল। কিন্তু তারা চলে গেছে।’
ভোটকেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের হরতালের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৮ দশমিক ৪২ শতাংশ। এই কলেজ কেন্দ্রটির মোট ভোটার ১০ হাজার ৬৩৭ জন। ভোট পড়েছে ৯২৩টি।
সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত এসব ভোট পড়ে। কলেজটিতে দুটি পুরুষ ভোটকেন্দ্র ও দুটি নারী ভোটকেন্দ্র রয়েছে। তবে নারীর তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি ছিল বেশি।
সরেজমিন এই ভোটকেন্দ্রটিতে ঘুরে দেখা যায়, ভেতরে তেমন একটা ভোটার না থাকলেও বাইরে প্রার্থীর নেতা-কর্মীদের ভিড়। কিন্তু ভেতরে ভোটকেন্দ্রগুলোতে দু-একজনের বেশি ভোটার দেখা যায়নি। অন্যদিকে খসরু চৌধুরীর কেটলি, বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেনের ট্রাক, জাতীয় পার্টির শেরীফা কাদেরের লাঙ্গল মার্কার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। এর মধ্যে একটি কেন্দ্রে শুধু কেটলির এজেন্ট ছাড়া অন্য কারও এজেন্ট দেখা যায়নি।
অন্যদিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকায় প্রার্থীর এজেন্টদের আড্ডা, গল্পে ব্যস্ত থাকতে দেখা যায়। আবার কাউকে কাউকে বিরক্ত হয়ে কেন্দ্র থেকে বের হয়ে যেতে দেখা যায়।
রাজউক কলেজের ১১ নম্বর পুরুষ কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, ‘এখানে সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ২৭৭টি। সে হিসাবে ১০ দশমিক ৭১ শতাংশ ভোট পড়েছে।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে লাঙ্গল, কেটলি ও ট্রাক ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।’
১২ নম্বর পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকতৃা মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২০০। সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২২টি। সে হিসাবে ১০ শতাংশ।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে কেটলি, ট্রাক, লাঙ্গল ও ঈগল মার্কার এজেন্ট রয়েছে। কিন্তু বাকি ছয়টি মার্কার কোনো এজেন্ট নেই।’
১৩ নম্বর নারী কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘২ হাজার ২৯ ভোটারের মধ্যে ১৬৩ ভোট পড়েছে। শতকরা হিসেবে ৭ দশমিক ৩০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’
তিনি বলেন, ‘এখানে ট্রাক ও কেটলি মার্কার এজেন্ট থাকলেও অন্য কোনো মার্কার প্রার্থীর এজেন্ট নেই।’
১৪ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহাদেব কুমার দেবনাথ বলেন, ‘২ হাজার ৮২২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৬১ জন। সে হিসাবে ভোট পড়েছে ৫ দশমিক ৭ শতাংশ।’
তিনি বলেন, ‘কেন্দ্রটিতে কেটলি, ট্রাক ও লাঙ্গলের এজেন্ট আছে। কিন্তু বাকিদের এজেন্ট নেই।’
প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, ‘দুপুরের দিকে তুলনামূলক ভোটার উপস্থিতি বেড়েছে। কেন্দ্রের কোথাও কোনো ঝামেলা হয়নি, অপ্রীতির ঘটনা ঘটেনি।’
কিন্তু ওই কেন্দ্রে কেটলি মার্কার এজেন্ট ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। কেটলি মার্কার এজেন্ট আবু রায়হান বলেন, ‘ট্রাক ও লাঙ্গলেরও এজেন্ট ছিল। কিন্তু তারা চলে গেছে।’
ভোটকেন্দ্র পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান বলেন, ‘সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের হরতালের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম।’
সরকারি (অফিশিয়াল) ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির তালিকায় ৩০তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে পাকিস্তান। বিশ্বের ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। কিন্তু আশপাশের দেশ হিসেবে বাকি রয়ে গেছে পাকিস্তান।
৪ ঘণ্টা আগেরাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত ১৬৭ জনের মধ্যে বেশির ভাগের মাথার খুলি ছিল না বলে জানিয়েছেন সেখানকার সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে তিনি এই তথ্য দেন।
৪ ঘণ্টা আগে২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী সংগঠনের অন্যতম প্রধান দাবি ছিল জুলাই ঘোষণাপত্র ও সনদ; যার মধ্যে প্রতিফলিত হবে আন্দোলনের মূল চেতনা ও অঙ্গীকার। মতানৈক্যসহ নানা কারণে তা বিলম্বিত হলেও শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল ও সমমনা সংগঠনগুলোর প্রত্যাশা ও দাবি ছিল...
৫ ঘণ্টা আগে২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর আজ বৃহস্পতিবার। বিচারিক আদালতে সাজার পর হাইকোর্টে খালাস পান সব আসামি। এরপর আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এখন চলছে সেই আপিল শুনানি। আপিল নিষ্পত্তির রিভিউ আবেদনের সুযোগ পাবেন সংক্ষুব্ধরা। আপিল বিভাগে প্রশ্ন উঠেছে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া নিয়ে।
৬ ঘণ্টা আগে