Ajker Patrika

১৬৩ ইউপি ভোট স্থগিত, পেছাল সংসদ উপনির্বাচনও

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ জুন ২০২১, ১৫: ৫০
১৬৩ ইউপি ভোট স্থগিত, পেছাল সংসদ উপনির্বাচনও

ঢাকা: করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ১৬৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯টি পৌরসভার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি সংসদীয় আসনের ভোটও পিছিয়ে ২৮ জুলাই করা হয়েছে।

আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

একাদশ জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪, কুমিল্লা-৫ আসনে আগামী ১৪ জুলাই ভোট হওয়ার কথা ছিল। তবে ভোটগ্রহণের তারিখ পরিবর্তন হলেও অন্যান্য কার্যক্রম তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

গত ৭ মার্চ, ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভা নির্বাচনের সময়সূচির প্রজ্ঞাপন জারি করে কমিশন। এসব ভোটের তারিখ নির্ধারণ করা ছিল ১১ এপ্রিল। করোনা সংক্রমণ বাড়ার কারণে গত ১ এপ্রিল সব ধরনের নির্বাচনের আয়োজন বন্ধ করা হয়। পরবর্তীতে গত ২ জুন স্থগিত থাকা নির্বাচনের পুনঃ তারিখ নির্ধারণ করে কমিশন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত