নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক অনিয়মের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়াসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
সুবিদ আলী ভূঁইয়া ছাড়াও তাঁর ছেলে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য শিরীণ আখতারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক সুবিদ আলী ভূঁইয়া ও তাঁর ছেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক অনিয়ম, প্রকল্পের অনিয়ম ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
চবির সাবেক উপাচার্য শিরীণ আখতার ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ গ্রহণ, অবৈধ নিয়োগ–বাণিজ্যেসহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য ১৬ থেকে ২০ লাখ টাকা ঘুষ গ্রহণ, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, সংবিধি ও শিক্ষক নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে প্রায় শতাধিক শিক্ষক নিয়োগের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৪ জুন ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার আয়োজনের মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ; চবির মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪ লাখ ৫৫ হাজার টাকা এবং একই দিনে অন্য একটি সভায় ২২ লাখ ৫০ হাজার টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ করেছেন সাবেক এই ভিসি।
অভিযোগ আরও বলা হয়, স্বজনপ্রীতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ প্রদান করে নিজস্ব সিন্ডিকেট তৈরি করে ঘুষ গ্রহণ ও অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। দুদকের গোয়েন্দা প্রতিবেদনে তাঁর অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের সত্যতা মিলেছে মর্মে উল্লেখ করা হয়।
আরও খবর পড়ুন:
অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক অনিয়মের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়াসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
সুবিদ আলী ভূঁইয়া ছাড়াও তাঁর ছেলে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য শিরীণ আখতারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক সুবিদ আলী ভূঁইয়া ও তাঁর ছেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক অনিয়ম, প্রকল্পের অনিয়ম ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
চবির সাবেক উপাচার্য শিরীণ আখতার ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ গ্রহণ, অবৈধ নিয়োগ–বাণিজ্যেসহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য ১৬ থেকে ২০ লাখ টাকা ঘুষ গ্রহণ, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, সংবিধি ও শিক্ষক নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে প্রায় শতাধিক শিক্ষক নিয়োগের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৪ জুন ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার আয়োজনের মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ; চবির মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪ লাখ ৫৫ হাজার টাকা এবং একই দিনে অন্য একটি সভায় ২২ লাখ ৫০ হাজার টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ করেছেন সাবেক এই ভিসি।
অভিযোগ আরও বলা হয়, স্বজনপ্রীতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ প্রদান করে নিজস্ব সিন্ডিকেট তৈরি করে ঘুষ গ্রহণ ও অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। দুদকের গোয়েন্দা প্রতিবেদনে তাঁর অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের সত্যতা মিলেছে মর্মে উল্লেখ করা হয়।
আরও খবর পড়ুন:
ফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
২ ঘণ্টা আগেনিরপরাধ একজন যুবকের মূল্যবান জীবন ও অন্যদের নির্যাতন থেকে সুরক্ষায় পুলিশ বিভাগ নৈতিকভাবে দায় এড়াতে পারে না। যেখানে জনিসহ চারজনকে অমানবিক নির্যাতন করা হয়। পুলিশ বিভাগ বা সরকার ভুক্তভোগীর পরিবারের পুনর্বাসনের জন্য এগিয়ে আসতে পারে। জনি হত্যা মামলায় আসামিদের করা আপিল নিষ্পত্তি করে রায়ে এসব পর্যবেক্ষণ
৩ ঘণ্টা আগেগাজীপুরের বেলাই বিলে ভরাট কার্যক্রমের ওপর ৩ মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে রাজউকের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও গাজীপুর কার্যালয়ের উপপরিচালক, গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুর সদর, শ্রীপুর, কাপাসিয়া এবং কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে আরএস জরিপ অনুযায়ী...
৩ ঘণ্টা আগেগত জুলাই মাসে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকার চোরাচালান পণ্য, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
৪ ঘণ্টা আগে