নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে পেঁয়াজ উৎপাদন হলেও নির্ভর করতে হয় আমদানির ওপর। যে কারণে প্রায়ই দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ে। আমদানি নির্ভরতা কমাতে দেশে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে চার বছর মেয়াদি (২০২০ থেকে ২০২৪) কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ শনিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ এর সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।
মন্ত্রী জানান, অনাবাদি জমিতে পেঁয়াজ চাষ বৃদ্ধির করে আবাদি এলাকা বাড়ানো ও আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন করে মোট উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২ দশমিক ৩৮ লাখ হেক্টর জমিতে। এ ছাড়াও ২০২০-২১ অর্থবছরে ২ দশমিক ৫৩ লাখ হেক্টর জমিতে উৎপাদন হয়। এদিকে ২০১৯-২০ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয় ২৫ দশমিক ৬১ লাখ মেট্রিক টন এবং ২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৬২ লাখ মেট্রিক টন উৎপাদন হয়।
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, কৃষকের উৎপাদন খরচ কমানোর জন্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সরকার কয়েক দফা সারের দাম কমিয়েছি। বর্তমানে টিএসপি ২২ টাকা, ডিএপি ১৬ টাকা এবং এমওপি সার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সারে ভর্তুকির পাশাপাশি সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ বাবদ রিবেট, কৃষি যন্ত্রপাতি ও ইক্ষু চাষে ভর্তুকি দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময় প্রণোদনা দেওয়া হয়েছে। এতে প্রকৃত কৃষক লাভবান হচ্ছে।
মন্ত্রী জানান, নিরাপদ ফসল উৎপাদনের জন্য রাসায়নিক কীটনাশককে নিরুৎসাহিত করার পাশাপাশি জুডিশিয়ারি প্রয়োগের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার। রাসায়নিক কীটনাশকের বিপরীতে জৈব বালাইনাশক জনপ্রিয়করণে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়াও কৃষি যন্ত্রপাতি জনপ্রিয় ও ব্যবহারের জন্য হাওর এবং উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ এবং সমতল এলাকার জন্য ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার।
দেশে পেঁয়াজ উৎপাদন হলেও নির্ভর করতে হয় আমদানির ওপর। যে কারণে প্রায়ই দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ে। আমদানি নির্ভরতা কমাতে দেশে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে চার বছর মেয়াদি (২০২০ থেকে ২০২৪) কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আজ শনিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ এর সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।
মন্ত্রী জানান, অনাবাদি জমিতে পেঁয়াজ চাষ বৃদ্ধির করে আবাদি এলাকা বাড়ানো ও আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ উৎপাদন করে মোট উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে পেঁয়াজ উৎপাদন হয়েছে ২ দশমিক ৩৮ লাখ হেক্টর জমিতে। এ ছাড়াও ২০২০-২১ অর্থবছরে ২ দশমিক ৫৩ লাখ হেক্টর জমিতে উৎপাদন হয়। এদিকে ২০১৯-২০ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয় ২৫ দশমিক ৬১ লাখ মেট্রিক টন এবং ২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৬২ লাখ মেট্রিক টন উৎপাদন হয়।
কিশোরগঞ্জ-৩ আসনের সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, কৃষকের উৎপাদন খরচ কমানোর জন্য বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সরকার কয়েক দফা সারের দাম কমিয়েছি। বর্তমানে টিএসপি ২২ টাকা, ডিএপি ১৬ টাকা এবং এমওপি সার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সারে ভর্তুকির পাশাপাশি সেচ কাজে ব্যবহৃত বিদ্যুৎ বাবদ রিবেট, কৃষি যন্ত্রপাতি ও ইক্ষু চাষে ভর্তুকি দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন সময় প্রণোদনা দেওয়া হয়েছে। এতে প্রকৃত কৃষক লাভবান হচ্ছে।
মন্ত্রী জানান, নিরাপদ ফসল উৎপাদনের জন্য রাসায়নিক কীটনাশককে নিরুৎসাহিত করার পাশাপাশি জুডিশিয়ারি প্রয়োগের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে সরকার। রাসায়নিক কীটনাশকের বিপরীতে জৈব বালাইনাশক জনপ্রিয়করণে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়াও কৃষি যন্ত্রপাতি জনপ্রিয় ও ব্যবহারের জন্য হাওর এবং উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ এবং সমতল এলাকার জন্য ৫০ ভাগ ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার।
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের পাঁচ দশকের কূটনৈতিক সম্পর্ক বরাবরই চড়াই-উতরাইয়ের। এর মধ্যে ২০০৯ সাল থেকে শেখ হাসিনার টানা প্রায় ১৬ বছরের শাসনামলে এ সম্পর্ক টিকে ছিল সুতোর ওপর। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নিলে দেশটির চিরবৈরী পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কে গতি আনতে সক্রিয় হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে আজ শনিবার। উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। ঢাকা পর্যন্ত পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন প্রকল্পের (সিডিপিএল) পরিচালক প্রকৌশলী আমিনুল হক বলেন, তেল পরিবহনে শতাধিক
২ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
১৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
১৬ ঘণ্টা আগে