Ajker Patrika

সর্বসাধারণের ব্যবহারে উন্মুক্ত করা হয়েছে ট্রেড ইউনিয়নের তথ্যভাণ্ডার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সর্বসাধারণের ব্যবহারে উন্মুক্ত করা হয়েছে ট্রেড ইউনিয়নের তথ্যভাণ্ডার


শ্রম অধিদপ্তরের সেবা সহজীকরণ, সেবা প্রদানে স্বচ্ছতা এবং ট্রেড ইউনিয়ন সম্পর্কিত যাবতীয় তথ্য সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছাতে অনলাইনভিত্তিক ডেটাবেইস উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয় সরণিতে শ্রম ভবনের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে এ ডেটাবেইসের উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী জানান, ট্রেড ইউনিয়ন সম্পর্কিত পাবলিকলি এক্সেসেবল ডেটাবেইস উদ্বোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সফলতার আরও একটি পালক যুক্ত হলো। প্রতিমন্ত্রী এই ডেটাবেইসকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনের উপহার হিসেবে উল্লেখ করেন। 

শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম অধিদপ্তরের এই উদ্যোগে দেশব্যাপী শ্রম অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সকল ট্রেড ইউনিয়ন, প্রত্যাখ্যাত ও নথি জাতকৃত ট্রেড ইউনিয়নের তথ্য, ট্রেড ইউনিয়ন সংক্রান্ত মামলার তথ্য, অসৎ শ্রম আচরণ ও সালিসি সংক্রান্ত তথ্য, ফেডারেশন, সিবিএ নির্বাচন ও অংশগ্রহণকারী কমিটির হালনাগাদ তথ্য সংরক্ষিত থাকবে। 

বিশেষ অতিথির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ শ্রম বিধিমালা-২০১৫ এর সংশোধনী শেষ করা হবে। 

অনুষ্ঠানে জানানো হয়, একজন ব্যবহারকারী শ্রম অধিদপ্তরের ওয়েবসাইট ব্যবহার করে হালনাগাদকৃত সকল ধরনের তথ্য দেখতে ও রিপোর্ট প্রিন্ট করতে পারবেন। পাবলিকলি এক্সেসেবল ডেটাবেইসটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে। যে কেউ এখানকার তথ্য বিভিন্ন প্রয়োজনে যেমন-ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে, গবেষণামূলক কাজে এবং দেশের শ্রম পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়াসহ ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন। 

উল্লেখ্য, সফটওয়্যারটি বাংলা এবং ইংরেজি দুইটি সংস্করণেই করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত