Ajker Patrika

আইপিএস যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতার জন্য নয়: মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আইপিএস যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতার জন্য নয়: মার্কিন রাষ্ট্রদূত

ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশল (আইপিএস) যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতার জন্য নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। আজ বৃহস্পতিবার দুপুরে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইইউবি) আয়োজিত এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পিটার হাস বলেন, ‘আইপিএস যুক্তরাষ্ট্রপন্থী অঞ্চল বা চীনপন্থী অঞ্চলের মধ্যকার প্রতিযোগিতার জন্য নয়। প্রকৃতপক্ষে, আমরা আইপিএসকে স্বতন্ত্র অঞ্চল হিসেবেই দেখি।’ 

মার্কিন রাষ্ট্রদূত বলেন, আইপিএস কোনো সামরিক জোট নয়। এর উদ্দেশ্যও সেটা নয়। আইপিএস কোনো দেশকে বিভিন্ন দেশের মধ্যে কোনোটিকে বেছে নেওয়ানোর উদ্দেশ্যে প্রণয়ন করা হয়নি। কৌশলটির অন্যতম মূলনীতি হলো, প্রতিটি দেশই চাপ বা জবরদস্তি ছাড়াই নিজস্ব পথ বেছে নিতে পারবে। তিনি বলেন, ‘আইপিএস এমন একটি অঞ্চল তৈরির জন্য এক ইতিবাচক ও সম্মিলিত একটি রূপকল্প। এর আওতায় বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্রসহ সব দেশ উন্নতি লাভ করতে পারবে।’ 

পিটার হাস বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ভিন্ন হলেও আইপিএসে দুই দেশের রূপকল্প অভিন্ন। যেসব ক্ষেত্রে আমাদের লক্ষ্য অভিন্ন হয়, সেগুলো নিয়েই আমরা অগ্রসর হই।’ তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলপত্রে পাঁচটি মূল উপাদান রয়েছে, যা এ অঞ্চলে আমাদের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততার পথ নির্দেশ করবে। যুক্তরাষ্ট্র এমন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্বপ্ন দেখে, যা হবে অবাধ ও উন্মুক্ত, আন্তসংযোগ, সমৃদ্ধিশালী, নিরাপদ এবং ঝুঁকি-সহিষ্ণু। এসব লক্ষ্য অর্জনে বাংলাদেশের অবদান এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের সঙ্গে এর অংশীদার হতে পারে, সেসব বিষয়ে আলোকপাত করার সুযোগ এনে দিয়েছে আইপিএস।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরের চিকিৎসক জঙ্গি সংগঠন জইশের সদস্য, হরিয়ানায় তাঁর বাসায় মিলল ৩ টন বিস্ফোরক

রাজধানীর সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন

হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্রলীগ নেতাকে, থানায় দিতে গিয়ে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ধীরে ধীরে চলছিল গাড়িটি, ট্রাফিক সিগন্যালে থামতেই বিকট বিস্ফোরণ

তুমুল হট্টগোলে পাকিস্তানের সংবিধান সংশোধন, সেনাপ্রধান আসিম মুনির আরো ক্ষমতাধর

এলাকার খবর
Loading...