Ajker Patrika

৪৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত, প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মে ২০২৪, ২০: ৪৪
৪৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত, প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তের নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্রশ্নফাঁসের অভিযোগ তদন্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

আজ মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। জুয়েল রতন দাসসহ ১৫ পরীক্ষার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়। 

এই আদেশের ফলে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার ৪৬ হাজার ১৯৯ জনের নিয়োগ প্রক্রিয়া আটকে গেছে বলে জানিয়েছেন আইনজীবীরা। 

এর আগে গত বছরের ১৪ জুন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য সার্কুলার হয়। আর সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৯ মার্চ। এতে প্রার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজারের বেশি। গত ২২ এপ্রিল রাত দেড়টার পর ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। তাতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। বর্তমানে নিয়োগের জন্য তাঁদের মৌখিক চলমান রয়েছে। 

এদিকে ওই পরীক্ষায় প্রশ্ন ফাঁসসহ অনিয়মের অভিযোগ তুলে রিট করেন ১৫ পরীক্ষার্থী। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। 

আদেশের পর সায়েদুল হক সুমন বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো অনুসন্ধানতো দূরের কথা, কিছুই করেনি। বরং তারা এত বড় ঘটনা অগ্রাহ্য করে সামনে এগিয়ে গেছে এবং ভাইভাও নেওয়া হচ্ছে। আমাদের ধারণা এই ঘটনায় মন্ত্রণালয়ের কেউ জড়িত থাকতে পারেন।’ 

তিনি বলেন, ‘আদালত নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করে প্রশ্নফাঁসের ঘটনা তদন্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রশ্ন ফাঁসমুক্ত পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং নতুন করে পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত