নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে নিবন্ধন প্রত্যাশীদের আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ফরমে ইসির সিনিয়র সচিবের কাছে আবেদন করতে হবে।
আজ রোববার ইসির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার ১০৫ নম্বর কক্ষে এবং ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে, ১৭ জুলাই নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ জারি করে ইসি। পাশাপাশি আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করা হয়।
নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালায় পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর করা হয়েছে। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ন্যূনতম ২৫ বছর ছিল।
নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে ৫ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে।
নতুন পর্যবেক্ষক নীতিমালায় আরও উল্লেখ রয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না কেন উক্ত সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন করা হবে না।
আবেদনকারী সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদের বা ব্যবস্থাপনা কমিটির কোনো সদস্য রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় উল্লেখ করে আবেদনের সঙ্গে লিখিত হলফনামা জমা দিতে হবে।
শর্তের মধ্যে উল্লেখ করা হয়, নিবন্ধন পাওয়ার পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠিত জাতীয় সংসদের যেকোনো একটি সাধারণ ও স্থানীয় সরকারের অন্তত চারটি নির্বাচন পর্যবেক্ষণ করে প্রতিবেদন ইসি সচিবালয়ে দাখিল করতে হবে। দুই বছর পরপর নিবন্ধিত সংস্থার দ্বি-বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে নিবন্ধন প্রত্যাশীদের আগামী ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ফরমে ইসির সিনিয়র সচিবের কাছে আবেদন করতে হবে।
আজ রোববার ইসির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি ও আবেদন ফরম ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার ১০৫ নম্বর কক্ষে এবং ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এর আগে, ১৭ জুলাই নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ জারি করে ইসি। পাশাপাশি আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি পর্যবেক্ষক সংস্থার সবগুলোর নিবন্ধন বাতিল করা হয়।
নতুন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালায় পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর করা হয়েছে। আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ন্যূনতম ২৫ বছর ছিল।
নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করতে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে ৫ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি। নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে।
নতুন পর্যবেক্ষক নীতিমালায় আরও উল্লেখ রয়েছে, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বা আছেন কিংবা নিবন্ধন পেতে আবেদনের সময়ের মধ্যে কোনো নির্বাচনের প্রার্থী হতে আগ্রহী এমন কোনো ব্যক্তি যদি পর্যবেক্ষণের জন্য আবেদনকারী কোনো সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদে বা ব্যবস্থাপনা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে সেটি যে নামেই হোক না কেন উক্ত সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন করা হবে না।
আবেদনকারী সংস্থার প্রধান নির্বাহী কিংবা পরিচালনা পর্ষদের বা ব্যবস্থাপনা কমিটির কোনো সদস্য রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় উল্লেখ করে আবেদনের সঙ্গে লিখিত হলফনামা জমা দিতে হবে।
শর্তের মধ্যে উল্লেখ করা হয়, নিবন্ধন পাওয়ার পাঁচ বছরের মধ্যে অনুষ্ঠিত জাতীয় সংসদের যেকোনো একটি সাধারণ ও স্থানীয় সরকারের অন্তত চারটি নির্বাচন পর্যবেক্ষণ করে প্রতিবেদন ইসি সচিবালয়ে দাখিল করতে হবে। দুই বছর পরপর নিবন্ধিত সংস্থার দ্বি-বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রোববার থেকে সাক্ষ্য গ্রহণ হবে। প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পরই সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
১১ মিনিট আগেঅনিশ্চয়তা-সংশয় কাটিয়ে নির্ধারিত সময়েই ঘোষিত হচ্ছে জুলাই ঘোষণাপত্র। সরকারের পক্ষ থেকে গতকাল শনিবার জানানো হয়েছে, স্বৈরাচার পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট মঙ্গলবার সব পক্ষের উপস্থিতিতেই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।
৭ ঘণ্টা আগেঅটিজম একাডেমির জন্য দক্ষ জনবল তৈরির অংশ হিসেবে শিক্ষকদের প্রশিক্ষণে খরচ হয়েছে ২৮ কোটি টাকার বেশি। তবে অটিজম একাডেমি তৈরির অসমাপ্ত প্রকল্প সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ পূর্ণাঙ্গ অটিজম একাডেমি না করেই প্রকল্পটির ইতি টানতে চায় মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগেবাংলাদেশে বিভিন্ন শ্রেণির প্রায় এক হাজার ওষুধের নিবন্ধন আবেদন দুই বছরের বেশি সময় ধরে ঔষধ প্রশাসন অধিদপ্তরে ঝুলে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির (বিএপিআই) নেতারা। এদিকে আগামী বছরের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ ঘটলে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও)
১২ ঘণ্টা আগে