Ajker Patrika

এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মে ২০২৪, ১৪: ০৩
এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টে বিচারকাজ বন্ধ 

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে তাঁর প্রতি সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ রাখা হয়েছে। 

আজ রোববার সকাল সাড়ে ১০টার পর আপিল বিভাগ এবং বেলা ১১টার পর থেকে হাইকোর্ট বিভাগ আর বিচারকাজে বসেননি। 

এর আগে সকাল সোয়া ৯টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্টের রীতি তুলে ধরে বিচারকাজ বন্ধ রাখার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। ওই সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।  

গত ২ মে বাংলাদেশ সময় দুপুর ২টার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ জে মোহাম্মদ আলী। 

এর আগে দুই দফা জানাজা শেষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলীকে শনিবার সন্ধ্যায় বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত