কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আদালতের নির্দেশ পাওয়া গেলে ছাত্র–জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মো. তৌহিদ হোসেন বলেন, ‘যদি দেশের আইন-আদালত আমাকে বলে যে তাঁকে (শেখ হাসিনাকে) ফেরত আনার জন্য ব্যবস্থা করার জন্য, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত ফেরত দেবে কি না, সেটা তাদের ব্যাপার। তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, সে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা। কিন্তু সে দেশেও আইনি প্রক্রিয়া থাকে। আইনি প্রক্রিয়া অনুযায়ীই ফেরত আনার চেষ্টা করতে হবে।’
প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা গত ৫ আগস্ট আকস্মিকভাবে দিল্লি চলে যান। লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন শেখ হাসিনা ঠিক কীভাবে ভারতে আছেন—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে ভারতের কাছে জানতে চাইতে হবে। তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন।’
বাংলাদেশে ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা তো অনস্বীকার্য, যেকোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে একটু অস্থিরতা থাকতেই পারে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু সমস্যা ছিল। সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে। এখন আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে আসবে।’
ভারতীয়রাও আসবেন, এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘যে প্রকল্পগুলো চলমান আছে, সেগুলো তো শেষ করতে হবে। তাঁরা মনে হয় ভারতীয়রা একধরনের ভীতির মধ্যে আছেন। এ ভীতি থেকে তাঁরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন।’
ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না এ বিষয়ে তিনি বলেন, ‘এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি সরকার দেখতেই পারে। দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার, সরকার তাই করবে।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ অধিবেশন শুরু হচ্ছে।
আদালতের নির্দেশ পাওয়া গেলে ছাত্র–জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মো. তৌহিদ হোসেন বলেন, ‘যদি দেশের আইন-আদালত আমাকে বলে যে তাঁকে (শেখ হাসিনাকে) ফেরত আনার জন্য ব্যবস্থা করার জন্য, তাহলে সে ব্যবস্থা করার চেষ্টা করব।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত ফেরত দেবে কি না, সেটা তাদের ব্যাপার। তাদের সঙ্গে আমাদের চুক্তি আছে, সে অনুযায়ী ভারত চাইলে ফেরত দিতে পারার কথা। কিন্তু সে দেশেও আইনি প্রক্রিয়া থাকে। আইনি প্রক্রিয়া অনুযায়ীই ফেরত আনার চেষ্টা করতে হবে।’
প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে শেখ হাসিনা গত ৫ আগস্ট আকস্মিকভাবে দিল্লি চলে যান। লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর এখন শেখ হাসিনা ঠিক কীভাবে ভারতে আছেন—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে ভারতের কাছে জানতে চাইতে হবে। তারা বলতে পারবে কোন স্ট্যাটাসে শেখ হাসিনা ভারতে আছেন।’
বাংলাদেশে ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এটা তো অনস্বীকার্য, যেকোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে একটু অস্থিরতা থাকতেই পারে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু সমস্যা ছিল। সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে। এখন আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে আসবে।’
ভারতীয়রাও আসবেন, এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘যে প্রকল্পগুলো চলমান আছে, সেগুলো তো শেষ করতে হবে। তাঁরা মনে হয় ভারতীয়রা একধরনের ভীতির মধ্যে আছেন। এ ভীতি থেকে তাঁরা নিশ্চয়ই বেরিয়ে আসতে পারবেন।’
ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কি না এ বিষয়ে তিনি বলেন, ‘এমওইউ চূড়ান্ত চুক্তি না। কাজেই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কি না, সেটি সরকার দেখতেই পারে। দেশের স্বার্থ রক্ষা করে যা করা দরকার, সরকার তাই করবে।’
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন, সেটার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন।
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ অধিবেশন শুরু হচ্ছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণ খেলাপির মামলায় বাফুফের সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তার স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৫ নাম্বার অর্থঋণ আদালতের বিচারক...
৯ মিনিট আগেবাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
৩৭ মিনিট আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
২ ঘণ্টা আগেবঙ্গোপসাগরের জলসীমার নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে লঞ্চডুবি ও প্রাকৃতিক দুর্যোগসহ ‘ইন এইড টু সিভিল’ পাওয়ারের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীও কাজ করে যাচ্ছে। ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) উদ্যোগে প্রতিরক্ষা বিষয়ক
২ ঘণ্টা আগে