Ajker Patrika

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি রিংকু জীবিত উদ্ধার

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৪১
তুরস্কে ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি রিংকু জীবিত উদ্ধার

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশি যুবক গোলাম সাঈদ রিংকুকে (২৮) জীবিত উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তাঁকে উদ্ধার করা হয়।

ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নূরে-আলম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, রিংকুকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

তুরস্কে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী রিংকু যে ভবনে থাকতেন, গতকাল সোমবার ভূমিকম্পে তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়। একই ভবনের ধ্বংসস্তূপ থেকে এর আগে নূরে আলম নামে আরও এক বাংলাদেশিকে উদ্ধার করা হয়। 

বগুড়া জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামে রিংকুর বাড়ি। গোলাম রব্বানী ও সেলিমা খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে দ্বিতীয় রিংকু। তুরস্কের আজাজ শহরে থাকতেন তিনি। সেখানে খাহরামান মারাস সাচ্চু ইমাম ইউনিভার্সিটিতে সমাজ বিজ্ঞানে স্নাতক সম্মানে পড়েন।

লেখাপড়ার খরচ জোগাতে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে ইংরেজি বিষয়ে শিক্ষকতা করতেন রিংকু। তবে এবার ফাইনাল পরীক্ষার কারণে চাকরিটি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

একই গ্রামের বাসিন্দা ও রিংকুর ফুফা শুল্ক বিভাগে কর্মরত আবু হাসানাত লিমন জানান, রিংকুরা দুই ভাই ও এক বোন। বোনটি সবার বড়। ২০১৪ সালে রিংকু তুরস্কে যান। সেখানে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে। রিংকুর ছোট ভাই রিফাত রহমান চীনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়ছেন। করোনা মহামারির কারণে তিনি দেশে ফিরে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত