Ajker Patrika

আওয়ামী লীগের শামীমের প্রার্থিতা বাতিল চেয়ে এ কে আজাদের আপিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের শামীমের প্রার্থিতা বাতিল চেয়ে এ কে আজাদের আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হকের মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আপিল করেছেন আসনটির স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। 

আজ শুক্রবার এ কে আজাদের পক্ষে তাঁর আইনজীবী মো. গোলাম কিবরিয়া আপিল আবেদন জমা দেন। 

এ সময় একে আজাদের আইনজীবী মো. গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক। স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের মনোনয়ন বাছাইয়ের সময় তথ্য উপাত্তসহ লিখিত অভিযোগ করা সত্ত্বেও রিটার্নিং অফিসার শামীম হকের মনোনয়নপত্র বাতিল না করে বৈধ ঘোষণা করেন। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে আজ আপিল দায়ের করা হয়েছে।’ 

তিনি বলেন, শামীম হক সম্প্রতি তার বাংলাদেশি পাসপোর্ট ইস্যু করার জন্য ফরিদপুর পাসপোর্ট কার্যালয়ে এক দরখাস্ত দাখিল করেন। সেই দরখাস্তের ২৫ নং কলামে দ্বৈত নাগরিকত্বের ঘরে তিনি টিক মার্ক দিয়েছে। ২৬ নং কলামে অন্য দেশের নাগরিক থাকলে সেই দেশের নামের জায়গায় নেদারল্যান্ডস উল্লেখ আছে। 

রিটার্নিং অফিসারের কাছে শামীম হকের মনোনয়ন বাতিলের জন্য যুক্তি হিসেবে তার নেদারল্যান্ডসের পাসপোর্টের ফটোকপি প্রমাণস্বরুপ উপস্থাপন পূর্বক আইনি ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, সংবিধানের ৬৬ (২) অনুচ্ছেদ এবং ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (৬) অনুচ্ছেদের বিধান মতে শামীম হক একজন বিদেশি নাগরিক হওয়ায় সে সংসদ সদস্য পদে নির্বাচনে প্রার্থী হতে পারে না, সে অযোগ্য প্রার্থী। এছাড়াও, সে গণপ্রতিনিধিত্ব আদেশের (১২) (২) (ক) অনুচ্ছেদ অনুসারে প্রদত্ত অ্যাফিডেভিটে এই বিষয়টি গোপন করায় তার ঘোষণাটি মিথ্যা ঘোষণা হিসেবে বিবেচিত হবে এবং সে কারণেও তাঁর মনোনয়ন বাতিল হওয়ার কথা। 

তিনি আরও বলেন, সংবিধানের ৬৬ (২) (গ) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না, যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন’। সংবিধানের উক্ত অনুচ্ছেদের অনুরূপ বিধানই গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (৬) অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে। 

প্রসঙ্গত, মনোনয়নপত্র বাছাইয়ে বরিশাল জেলার রিটার্নিং অফিসার দ্বৈত নাগরিক থাকার কারণে বরিশাল-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের মনোনয়ন পত্র বাতিল করে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...