নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি অভিযোগ করা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাসহ ১১২ জনকে দায়ী করা হয়েছে। আন্দোলনে নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন ও রায়হানের বাবা মোজাম্মেল হোসেন গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক এ দুটি অভিযোগ করেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মাজেদা খাতুনের অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই রাজধানীর মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে গুলিতে নিহত হন শাহজাহান। এই অভিযোগে আসামি হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের,
আসাদুজ্জামান খানসহ মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হয়।
মোজাম্মেল হোসেনের অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নিহত হন মো. রায়হান। তাঁর অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খানসহ মোট ৭৩ জনকে আসামি করা হয়।
এদিকে গত বুধবার বিকেলে তাসলিমা কাজী নামের এক নারী প্রসিকিউশনে একটি অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তাসলিমার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট উত্তরা পূর্ব থানা এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে তাঁর চাচাতো ভাই হারুন অর রশিদ নিহত হন।
আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে ২৬টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ২৪টিই সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো হত্যার ঘটনায়। অন্যটি ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো পুলিশ-র্যাবের হামলার ঘটনা নিয়ে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি অভিযোগ করা হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে শেখ হাসিনাসহ ১১২ জনকে দায়ী করা হয়েছে। আন্দোলনে নিহত শাহজাহানের খালা মাজেদা খাতুন ও রায়হানের বাবা মোজাম্মেল হোসেন গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক এ দুটি অভিযোগ করেন।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। মাজেদা খাতুনের অভিযোগে বলা হয়, ছাত্র-জনতার আন্দোলন চলার সময় গত ১৯ জুলাই রাজধানীর মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে গুলিতে নিহত হন শাহজাহান। এই অভিযোগে আসামি হিসেবে শেখ হাসিনা, ওবায়দুল কাদের,
আসাদুজ্জামান খানসহ মোট ৩৯ জনের নাম উল্লেখ করা হয়।
মোজাম্মেল হোসেনের অভিযোগে বলা হয়, ৫ আগস্ট বিকেলে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নিহত হন মো. রায়হান। তাঁর অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খানসহ মোট ৭৩ জনকে আসামি করা হয়।
এদিকে গত বুধবার বিকেলে তাসলিমা কাজী নামের এক নারী প্রসিকিউশনে একটি অভিযোগ জমা দেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তাসলিমার অভিযোগে বলা হয়, ৫ আগস্ট উত্তরা পূর্ব থানা এলাকায় ব্র্যাক ব্যাংকের সামনে তাঁর চাচাতো ভাই হারুন অর রশিদ নিহত হন।
আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে ২৬টি অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে ২৪টিই সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো হত্যার ঘটনায়। অন্যটি ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো পুলিশ-র্যাবের হামলার ঘটনা নিয়ে।
দেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৩ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৩ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৪ ঘণ্টা আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৪ ঘণ্টা আগে