অ্যামনেস্টির বিবৃতি
আজকের পত্রিকা ডেস্ক
অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
অ্যামনেস্টির এই বিবৃতি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ৫ আগস্ট ড. ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তিনি বলেন, সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আইনত সংস্কার জনগণের আকাঙ্ক্ষা।
বিবৃতিতে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের সত্যানুসন্ধান প্রতিবেদনের অংশ জুড়ে দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের অংশ যুক্ত করে বলা হয়েছে, জাতিসংঘের স্বাধীন তদন্তে এটা উঠে এসেছে, সাবেক সরকার, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিলে পদ্ধতিগতভাবে ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে বিচারবহির্ভূত হত্যা, আন্দোলনে হামলা, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতনের মতো ঘটনা রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। তাঁর অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও বিচার হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ড. ইউনূস সাবেক সরকারকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। তবে ছাত্র আন্দোলনে জড়িতদের বিচারের ক্ষেত্রে সামান্যই অগ্রগতি হয়েছে। এ ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে না পারা, নির্বিচারে গ্রেপ্তারের মতো উদ্বেগের ঘটনা ঘটছে।
অ্যামনেস্টি বলছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম বিধিতে স্বাক্ষরকারী হওয়া সত্ত্বেও, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কাঠামোতে আইসিসির বিচারিক কাঠামো যুক্ত করেনি। এই বিচারকে আইসিসিতে নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ-সংক্রান্ত জাতিসংঘের যে সুপারিশ রয়েছে, তা বাস্তবায়নের কথা বলছে সংস্থাটি।
অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
অ্যামনেস্টির এই বিবৃতি তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, ৫ আগস্ট ড. ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তিনি বলেন, সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা এবং সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আইনত সংস্কার জনগণের আকাঙ্ক্ষা।
বিবৃতিতে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের সত্যানুসন্ধান প্রতিবেদনের অংশ জুড়ে দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনের অংশ যুক্ত করে বলা হয়েছে, জাতিসংঘের স্বাধীন তদন্তে এটা উঠে এসেছে, সাবেক সরকার, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিলে পদ্ধতিগতভাবে ভয়ংকর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন। এর মধ্যে বিচারবহির্ভূত হত্যা, আন্দোলনে হামলা, নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতনের মতো ঘটনা রয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে। তাঁর অনুপস্থিতিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুনেরও বিচার হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ড. ইউনূস সাবেক সরকারকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়েছেন। তবে ছাত্র আন্দোলনে জড়িতদের বিচারের ক্ষেত্রে সামান্যই অগ্রগতি হয়েছে। এ ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও জনসাধারণের সুরক্ষা নিশ্চিত করতে না পারা, নির্বিচারে গ্রেপ্তারের মতো উদ্বেগের ঘটনা ঘটছে।
অ্যামনেস্টি বলছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রোম বিধিতে স্বাক্ষরকারী হওয়া সত্ত্বেও, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কাঠামোতে আইসিসির বিচারিক কাঠামো যুক্ত করেনি। এই বিচারকে আইসিসিতে নেওয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ-সংক্রান্ত জাতিসংঘের যে সুপারিশ রয়েছে, তা বাস্তবায়নের কথা বলছে সংস্থাটি।
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
২ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৩ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৪ ঘণ্টা আগেড্রোন শো পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে বাংলাদেশ থেকে চীনে যাচ্ছেন ১১ তরুণ গণমাধ্যমকর্মী। এক মাসের এ প্রশিক্ষণ চীনের সাংহাই ও গুয়াংজুতে অনুষ্ঠিত হবে। আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসে ড্রোন প্রশিক্ষণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় এ তথ্য জানান
৬ ঘণ্টা আগে