Ajker Patrika

সিলেটে মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুন ২০২৩, ১২: ২৯
সিলেটে মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানী

বাংলাদেশ-ভারত সীমান্তের কাছে সিলেটের গোলাপগঞ্জে উৎপত্তি হওয়া মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানী।  

আজ শুক্রবার সকাল ১০টা ৪৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। 

আবহাওয়াবিদ শরিফুল নেওয়াজ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘এটা হালকা (লাইট) ক্যাটাগরির। এর ফলে ঢাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ২৩ দশমিক ৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। 

তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন পর্যবেক্ষণ এসেছে। ইউএসজিএসের পর্যবেক্ষণে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ আর জার্মানভিত্তিক ভূমিকম্প পর্যবেক্ষণকারী বৈশ্বিক সংস্থা জিওফন বলছে, এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। 

তবে সংখ্যায় মাত্রা যাই হোক, প্রভাবের দিক থেকে এটি মৃদু ভূমিকম্পের মধ্যেই। এর ফলে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।  

এর আগে গত ৫ মে (শুক্রবার) ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় ৪ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৪ কিলোমিটার দূরে দোহার উপজেলায়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত