Ajker Patrika

‘কাঁদতে কাঁদতে এখন আর কান্না আসে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৭: ৪৩
‘কাঁদতে কাঁদতে এখন আর কান্না আসে না’

কাঁদতে কাঁদতে এখন আর কান্না আসে না। সবাই এখন কথা বলতেও ভয় পায়। কেউ মত প্রকাশ করতে পারে না। ২০১৯ সালের জুনে নিখোঁজ মিরপুরের কাঠ ব্যবসায়ী ইসমাইল হোসেন বাতেনের মেয়ে ঈনশা ইসলাম যেন বড়দের মতো কথা বলছিল। তালপাকা রোদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সবার চোখেই তখন পানি। কেউ এসেছে বাবার খোঁজে, কেউ ভাইয়ের। কারও সন্তানের খোঁজ নেই বহু বছর।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার গুম ও হত্যার শিকার হওয়া শতাধিক পরিবারের সদস্যরা জড়ো হয়েছিলেন শাহবাগে। তাঁদের সঙ্গে একাত্মতা জানাতে আসেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বিএনপি নেতা তাবিথ আউয়ালসহ অনেকেই। 

ঈনশা কান্নাজড়িত কণ্ঠে বক্তব্যে বলে, ‘নামাজে দাঁড়িয়ে বাবার জন্য দোয়াও করতে পারি না। বেঁচে আছেন না মারা গেছেন, তা-ও জানি না। বেহেশত নসীবের জন্য দোয়া করব, না ফিরে আসার জন্য আবেদন।’ 

রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন তপুর মা সালেহা বেগমেরও চোখের পানি থামছিল না। বললেন, ‘এমন কোনো দপ্তর নেই যাইনি। ছেলের শোকে ওর বাবা মারা গেছে, নানি মারা গেছে। আমি মরে যাওয়ার আগে অন্তত একবার ছেলেটাকে দেখতে চাই।’মোহাম্মদপুর থেকে অপহৃত গাজীপুরে মরদেহ পাওয়া ছাত্রদল নেতা সানাউল্লাহ সানার মেয়ে সৈয়দা মার্জিয়া।

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া বলেন, ‘আপনারা বুঝবেন না সাত বছর স্বামীর অপেক্ষা কী কষ্টের। আমার পুরো পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত। শ্বশুর মুক্তিযোদ্ধা। কার কাছে বিচার চাইব?’ 

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক নুর খান তাঁর বক্তব্যে গুমের ঘটনা তদন্তে একটা স্বাধীন ও শক্তিশালী কমিশন গঠনের দাবি জানান। গণমাধ্যমে প্রকাশিত ‘আয়নাঘর’ নামের বন্দিশালার সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনা এবং গুমের আন্তর্জাতিক সনদে স্বাক্ষরের দাবিও তোলেন তিনি।

কেউ এসেছে বাবার খোঁজে, কেউবা ভাইয়ের। কারও সন্তানের খোঁজ নেই বহু বছর

বিএনপির নেতা তাবিথ আউয়াল সরকারের কাছে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বলেন, ‘সরকার যতই মুখ ঘুরিয়ে থাকুক। আমাদের চোখের পানি শুকোবে না, মনের ব্যথা কমবে না।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত