Ajker Patrika

ঘূর্ণিঝড় ইয়াস: ৬ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস, তলিয়ে যেতে পারে উপকূল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ মে ২০২১, ১৫: ৪৪
ঘূর্ণিঝড় ইয়াস: ৬ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস, তলিয়ে যেতে পারে উপকূল

ঢাকা: ভারতের ওডিশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়টির পরের গন্তব্য ঝাড়খন্ড রাজ্য। এরই মধ্যে ভারতের উপকূলবর্তী বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজকের পত্রিকার উপকূলসংলগ্ন বিভিন্ন জেলার প্রতিনিধিরা জানিয়েছেন, ভারতে হানা দিলেও বাংলাদেশের উপকূলে ইয়াস–আতঙ্কের শেষ নেই। সাগর ও নদীর তীরবর্তী এলাকায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতায় পানি বইছে। ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সাগর উত্তাল রয়েছে গত কয়েক দিন। উপকূলসংলগ্ন বিভিন্ন জেলার নানা স্থানে ঘরবাড়ি-রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

এদিকে, দেশের আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলাগুলো এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়াবিদ কাউসারা পারভীন জানান, পূর্ণিমার প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৬ ফুট অধিক উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত