নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোলা-২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত (২২ আগস্ট ২০২২) ৩২ কোটি ৩১ লাখ ৯ হাজার ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে। এ সময়ে ১২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৭৮ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৭৪০টি দ্বিতীয় ডোজ এবং ৪ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৭৭৭ জনকে তৃতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে।
মন্ত্রীর তথ্য অনুযায়ী মোট ২৯ কোটি ৩৬ লাখ ৯৮ হাজার ৯৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে সরকারের হাতে আছে ২ কোটি ৯৪ লাখ ১১ হাজার ৪০৫টি টিকা।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ বাংলাদেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন করছে। দেশের চাহিদা পূরণ করে ইউরোপ-আমেরিকাসহ ১৫৭টি দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে।
রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ এবং সিজারিয়ান ডেলিভারির হার ৩১ শতাংশ।
সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৪ হাজার ১২০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। শিগগরিই এর সংখ্যা ১৪ হাজার ৮৯০-এ বৃদ্ধি করা হবে।
মন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২২ হাজার ২৭৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
ভোলা-২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধে এ পর্যন্ত (২২ আগস্ট ২০২২) ৩২ কোটি ৩১ লাখ ৯ হাজার ৫০০ ডোজ টিকা আমদানি করা হয়েছে। এ সময়ে ১২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৫৭৮ জনকে প্রথম ডোজ, ১২ কোটি ১০ লাখ ৬৭ হাজার ৭৪০টি দ্বিতীয় ডোজ এবং ৪ কোটি ২৭ লাখ ৬৯ হাজার ৭৭৭ জনকে তৃতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে।
মন্ত্রীর তথ্য অনুযায়ী মোট ২৯ কোটি ৩৬ লাখ ৯৮ হাজার ৯৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। বর্তমানে সরকারের হাতে আছে ২ কোটি ৯৪ লাখ ১১ হাজার ৪০৫টি টিকা।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
কাজিম উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদার ৯৮ শতাংশ ওষুধ বাংলাদেশের উৎপাদনকারী প্রতিষ্ঠান উৎপাদন করছে। দেশের চাহিদা পূরণ করে ইউরোপ-আমেরিকাসহ ১৫৭টি দেশে বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে।
রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে নরমাল ডেলিভারির হার ৬৯ শতাংশ এবং সিজারিয়ান ডেলিভারির হার ৩১ শতাংশ।
সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৪ হাজার ১২০টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। শিগগরিই এর সংখ্যা ১৪ হাজার ৮৯০-এ বৃদ্ধি করা হবে।
মন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ২২ হাজার ২৭৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৭ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৮ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৮ ঘণ্টা আগে