Ajker Patrika

বিচারপতির বক্তব্য বিকৃত করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারপতির বক্তব্য বিকৃত করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে: অ্যাটর্নি জেনারেল

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, একজন বিচারপতির বক্তব্য বিকৃত করে আইনাঙ্গণে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। বিচারপতি বলেছিলেন, একজন বিচারক শপথ নেন সংবিধানকে সংরক্ষণ করার জন্য, আইনকে প্রটেক্ট করার জন্য। সংবিধান রক্ষা করা বিচারপতিদের দায়িত্ব। সে হিসেবে তারা শপথবদ্ধ রাজনীতিবিদ।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ বার কাউন্সিলে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, সামরিক শাসনের মাধ্যমে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। সেই সংবিধানকে রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট ফিরিয়ে এনেছে। এই সাংবিধানিক দায়িত্ব বিচারপতিরা পালন করেছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়াউর রহমান ও পাকিস্তানের ভাবধারায় যারা অনুপ্রাণিত, তারা বিচারপতির বক্তব্য বিকৃত করে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমি অনুরোধ করবো স্বাধীনতার পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে অপশক্তিকে প্রতিহত করতে হবে। এদের প্রতিহত করতে না পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারবো না।

আলোচনা সভায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমানসহ কমিটির অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত