নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার রাতে তাদের ওয়েবসাইটে নামগুলো প্রকাশ করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে।
তবে একজন কর্মকর্তা বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নামগুলো আপলোডের প্রক্রিয়া চলছে। এই ওয়েবসাইটে নামগুলো প্রকাশ করা হবে বলে আগের ঘোষণা থাকায় সাইটে অনেক হিট হচ্ছে।’
ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠাতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গত ৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবস অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সার্চ কমিটিকে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সদস্যরা নিজেদের মধ্যে প্রথম বৈঠকের পর সিইসি ও ইসি পদে নাম প্রস্তাব করতে গণবিজ্ঞপ্তি জারি করে। সার্চ কমিটির দ্বিতীয় সভার পর রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে নাম আহ্বান করে।
গত শনি ও রোববার আইনজীবী, শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও অধিকারকর্মীদের সঙ্গে তিন সেশনে বৈঠক করে সার্চ কমিটি। আগামীকাল মঙ্গলবার আটজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি।
কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ সোমবার শেষ হয়েছে। কবে নতুন কমিশন গঠন হতে পারে, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকের পর এ বিষয়ে ধারণা পাওয়া যাবে। কমিশন ফাঁকা থাকলেও আইনি কোনো জটিলতা নেই।
সার্চ কমিটি রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৫৪ জন এবং ই-মেইলে ৯৯ জনসহ ৩২৯ জনের নাম পেয়েছে। তবে কোনো কোনো নাম একাধিকবার থাকতে পারে বলেও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন।
ইসি গঠনে প্রস্তাবিত ৩২২ জনের নামের পূর্ণাঙ্গ তালিকা:
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে। সার্চ কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার রাতে তাদের ওয়েবসাইটে নামগুলো প্রকাশ করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম সাংবাদিকদের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে।
তবে একজন কর্মকর্তা বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নামগুলো আপলোডের প্রক্রিয়া চলছে। এই ওয়েবসাইটে নামগুলো প্রকাশ করা হবে বলে আগের ঘোষণা থাকায় সাইটে অনেক হিট হচ্ছে।’
ইসি গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠাতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গত ৫ জানুয়ারি ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবস অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সার্চ কমিটিকে তাদের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির সদস্যরা নিজেদের মধ্যে প্রথম বৈঠকের পর সিইসি ও ইসি পদে নাম প্রস্তাব করতে গণবিজ্ঞপ্তি জারি করে। সার্চ কমিটির দ্বিতীয় সভার পর রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি দিয়ে নাম আহ্বান করে।
গত শনি ও রোববার আইনজীবী, শিক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যম ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও অধিকারকর্মীদের সঙ্গে তিন সেশনে বৈঠক করে সার্চ কমিটি। আগামীকাল মঙ্গলবার আটজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি।
কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ সোমবার শেষ হয়েছে। কবে নতুন কমিশন গঠন হতে পারে, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবারের বৈঠকের পর এ বিষয়ে ধারণা পাওয়া যাবে। কমিশন ফাঁকা থাকলেও আইনি কোনো জটিলতা নেই।
সার্চ কমিটি রাজনৈতিক দলের কাছ থেকে ১৩৬ জন, পেশাজীবীদের কাছ থেকে ৪০ জন, ব্যক্তিগতভাবে ৫৪ জন এবং ই-মেইলে ৯৯ জনসহ ৩২৯ জনের নাম পেয়েছে। তবে কোনো কোনো নাম একাধিকবার থাকতে পারে বলেও মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন।
ইসি গঠনে প্রস্তাবিত ৩২২ জনের নামের পূর্ণাঙ্গ তালিকা:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল চালুর পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও জাপানি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তির খসড়া নিয়ে দীর্ঘদিন ধরে চলছে মতপার্থক্য।
২ ঘণ্টা আগেকারাগারের ভেতরে ‘অদৃশ্য’ এক আর্থিক লেনদেনের জাল বিস্তৃত হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। বন্দীদের নানা সুবিধা পাওয়ার ব্যবস্থা করতে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনেরা টাকা পাঠাচ্ছেন কারারক্ষীদের কাছে। বিনিময়ে বন্দীদের কারাগারেই মিলছে মোবাইল ফোন ব্যবহার, মাদকসেবন, বাইরের খাবার কিংবা ফাঁকিবাজির সুযোগ।
২ ঘণ্টা আগেচলতি সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা। তবে ইসি নির্বাচন আয়োজনে নিজেদের প্রস্তুতি তুলে ধরলেও রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে মতবিরোধ দূর করতে পারেনি।
২ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। এই দেশের ওপর সব নাগরিকের অধিকার আছে। রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে অংশ নিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা নিশ্চিন্তে এ দেশে বসবাস করবেন। আমরা সব সময় আপনাদের পাশে থাকব।’
৭ ঘণ্টা আগে