Ajker Patrika

উপজেলা নির্বাচন: ডিসি-এসপিদের সঙ্গে আগামীকাল ইসির বৈঠক 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০০: ৩২
উপজেলা নির্বাচন: ডিসি-এসপিদের সঙ্গে আগামীকাল ইসির বৈঠক 

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে করণীয় নির্ধারণে বিভাগীয় কমিশনার, সব জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) সহ সংশ্লিষ্টদের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। 

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান সংশ্লিষ্টদের বৈঠকে উপস্থিত থাকতে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন। 

চিঠিতে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে সব বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের উপস্থিতিতে ২৫ এপ্রিল বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন। 

চার ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনের চার ধাপের তফসিল ইতিমধ্যে ঘোষণা করেছে ইসি। 

প্রথম ধাপে ৮ মে ভোটগ্রহণ হবে। এই ধাপে প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে ৫৫৪, ভাইস চেয়ারম্যান পদে ৬০৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪২৯ জনসহ তিন পদে চূড়ান্ত লড়াইয়ে টিকে রইলেন ১ হাজার ৫৮৮ জন প্রার্থী। 

দ্বিতীয় ধাপে ১৬১ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট হবে আগামী ৫ জুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত