Ajker Patrika

দ্বিতীয় দফার বৈঠকেও রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত নামগুলো প্রকাশের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৫৮
দ্বিতীয় দফার বৈঠকেও রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত নামগুলো প্রকাশের দাবি

সার্চ কমিটির সঙ্গে দ্বিতীয় দফায় বিশিষ্টজনদের বৈঠকেও রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত চূড়ান্ত দশটি নামসহ সবগুলো নাম প্রকাশের দাবি জানানো হয়েছে। দ্বিতীয় দফার বৈঠকে এ দাবি জানান, সমকালের প্রকাশক এ কে আজাদ, একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ শনিবার সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে এই দাবি জানান তাঁরা।

এদিকে বৈঠকে অংশ নিয়ে ইসি গঠনের এই প্রক্রিয়ায় অংশ না নেওয়া বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।

সার্চ কমিটি থেকে প্রয়োজনে এই প্রক্রিয়ার বাইরে থাকা দলগুলোকে আবারও আমন্ত্রণ জানানোরও পরামর্শ দেন তিনি। এ ছাড়া তিনি সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে নতুন ইসি চান বলেও জানান।

বৈঠকে সিনিয়র সাংবাদিক একজন ও নারী প্রতিনিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার প্রতিনিধি রাখার প্রস্তাবও করা হয়েছে। এ ছাড়া নির্লোভ ব্যক্তিদের মনোনয়নের ওপর জোর দিয়েছে বৈঠকে অংশ নেওয়া গণমাধ্যমসংশ্লিষ্টরা।

এর আগে সকাল ১১টায় প্রথম দফার বৈঠকে অংশ নেওয়া বিশিষ্টজনেরাও রাষ্ট্রপতির কাছে প্রস্তাবিত নামগুলো প্রকাশের পরামর্শ দেন। তাঁরা বলেন, নাম আগে প্রকাশ হলে যাঁদের বিরুদ্ধে অভিযোগ বা বিতর্ক থাকবে, তাঁদের বাদ দেওয়ার সুযোগ থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...