নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ মঙ্গলবার বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইইউর প্রতিনিধিদলে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন উপস্থিত রয়েছেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও বৈঠকে উপস্থিত রয়েছেন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। গত শনিবার প্রতিনিধিদল ঢাকায় আসে।
গতকাল সোমবার ইইউ প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা জানতে চয়, বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না। বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি বিষয়টি জানান। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসানের নেতৃত্বে সাত সদস্যের পুলিশ কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন।
বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি জানান, ইইউ প্রতিনিধিদল নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়েই মূলত কথা বলেছে। নির্বাচন সুষ্ঠু হতে পুলিশের ভূমিকা কী রকম হবে, তা জানতে চেয়েছে। এ ছাড়া বিরোধী দলেগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না, তা নিয়েও তাদের আগ্রহ ছিল।
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ মঙ্গলবার বেলা ১১টায় বৈঠকটি শুরু হয়।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইইউর প্রতিনিধিদলে বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিসহ পাঁচজন উপস্থিত রয়েছেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাও বৈঠকে উপস্থিত রয়েছেন।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে। গত শনিবার প্রতিনিধিদল ঢাকায় আসে।
গতকাল সোমবার ইইউ প্রতিনিধিদল পুলিশ সদর দপ্তরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে তারা জানতে চয়, বিরোধী দলগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না। বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি বিষয়টি জানান। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. কামরুল আহসানের নেতৃত্বে সাত সদস্যের পুলিশ কর্মকর্তারা ওই বৈঠকে অংশ নেন।
বৈঠকে অংশ নেওয়া একজন ডিআইজি জানান, ইইউ প্রতিনিধিদল নির্বাচনে পুলিশের ভূমিকা নিয়েই মূলত কথা বলেছে। নির্বাচন সুষ্ঠু হতে পুলিশের ভূমিকা কী রকম হবে, তা জানতে চেয়েছে। এ ছাড়া বিরোধী দলেগুলো নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি স্বাধীনভাবে করতে পারবে কি না, তা নিয়েও তাদের আগ্রহ ছিল।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ভাষানটেক থানার হত্যা মামলায় কারাগারে থাকা ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয় রুল জারি করেছেন হাইকোর্ট।
৩৩ মিনিট আগেসাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করছে সরকার। গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা অধ্যাদেশের বিতর্কিত ধারাগুলো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেপবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ ছুটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে ছুটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেএপ্রিল মাসে ৫৬৭টি সড়ক দুর্ঘটনায় ৫৮৩ জন নিহত ও ১২০২ জন আহত হয়েছে। এই সময়ে ২১৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২২৯ জন নিহত ও ২২৪ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৭ দশমিক ৯১ শতাংশ, নিহতের ৩৯ দশমিক ২৭ শতাংশ ও আহতের ১৮ দশমিক ৬৪ শতাংশ।
৭ ঘণ্টা আগে