নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে সরাসরি জড়িত অনেক পুলিশ সদস্য বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। দেশে থাকা অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে এবং বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি জানান, গণ-অভ্যুত্থান চলাকালে গুলি চালানো ও গুলির নির্দেশদাতাদের বিষয়ে তদন্ত চলছে। এ পর্যন্ত ১ হাজার ৫০০টির বেশি মামলা হয়েছে, যার মধ্যে ৬০০টিরও বেশি হত্যা মামলা। তদন্ত শেষ না হলে দায় নির্ধারণ ও প্রকৃত নির্দেশদাতা চিহ্নিত করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, গণ-অভ্যুত্থানের আট মাস পরও ভুয়া মামলা দায়ের ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ উঠছে।
আইজিপি স্বীকার করেন, কোনো অপরাধে জড়িত ৫-১০ জন থাকলেও অনেক সময় ৩০০ জনের নাম অভিযোগে জুড়ে দেওয়া হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেন, তদন্তে প্রকৃত অপরাধীরাই গ্রেপ্তার হবেন, নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না।
পুলিশ সংস্কার বিষয়ে এক প্রশ্নের উত্তরে বাহারুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র পুলিশ কমিশনের পক্ষে মত দিয়ে আসছি। সেখানে গ্রেপ্তার, মামলা ও তদন্ত ইত্যাদি বিষয় কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। তবে বদলি, বেতন ও পদোন্নতির মতো বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।’
আইজিপি জানান, সংস্কার কমিশন নীতিগতভাবে এসব বিষয়ে একমত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানে সরাসরি জড়িত অনেক পুলিশ সদস্য বর্তমানে বিদেশে পলাতক রয়েছেন। দেশে থাকা অভিযুক্ত পুলিশ সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে এবং বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি জানান, গণ-অভ্যুত্থান চলাকালে গুলি চালানো ও গুলির নির্দেশদাতাদের বিষয়ে তদন্ত চলছে। এ পর্যন্ত ১ হাজার ৫০০টির বেশি মামলা হয়েছে, যার মধ্যে ৬০০টিরও বেশি হত্যা মামলা। তদন্ত শেষ না হলে দায় নির্ধারণ ও প্রকৃত নির্দেশদাতা চিহ্নিত করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি আরও বলেন, গণ-অভ্যুত্থানের আট মাস পরও ভুয়া মামলা দায়ের ও নিরীহ মানুষকে হয়রানির অভিযোগ উঠছে।
আইজিপি স্বীকার করেন, কোনো অপরাধে জড়িত ৫-১০ জন থাকলেও অনেক সময় ৩০০ জনের নাম অভিযোগে জুড়ে দেওয়া হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেন, তদন্তে প্রকৃত অপরাধীরাই গ্রেপ্তার হবেন, নিরপরাধ কেউ হয়রানির শিকার হবেন না।
পুলিশ সংস্কার বিষয়ে এক প্রশ্নের উত্তরে বাহারুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র পুলিশ কমিশনের পক্ষে মত দিয়ে আসছি। সেখানে গ্রেপ্তার, মামলা ও তদন্ত ইত্যাদি বিষয় কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। তবে বদলি, বেতন ও পদোন্নতির মতো বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই থাকবে।’
আইজিপি জানান, সংস্কার কমিশন নীতিগতভাবে এসব বিষয়ে একমত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)।
২ ঘণ্টা আগেইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৫৬ কোটি টাকা ঋণখেলাপির মামলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও কে স্পোর্টসের মালিক ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ওরফে ফাহাদ করিমসহ তাঁর স্ত্রী মিসেস নোরা লাহলালির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থঋণ আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে ঢাকার ৫ নম্বর অর্থঋণ আদ
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-মালয়েশিয়ার অংশীদারত্ব গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়ায় পার্দানা পুত্রা ভবনে গতকাল মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই নেতা। বৈঠকে দুই নেতার উপস্থিতিতে
৩ ঘণ্টা আগেআজ মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এ তাঁদের সাক্ষ্য নেওয়া হয়। পরে তাঁদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরবর্তী সাক্ষ্য নেওয়ার জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
৪ ঘণ্টা আগে