নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পররাষ্ট্রনীতি অনুসরণ করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে ভোটদানে বিরত ছিল। আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বেসরকারি রেডিও মালিকদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পৃথিবীতে শান্তি বিরাজ করুক এটা আমরা চাই। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চাই না। বাংলাদেশ যে কোনো অশান্তির বিপক্ষে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এ কারণেই জাতিসংঘে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। ভারতও বিরত ছিল, পাকিস্তানও বিরত ছিল, আরও অনেক দেশ বিরত ছিল।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। গত বুধবার পরিষদের জরুরি অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে এবং পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে।
বাংলাদেশের অবস্থান নিয়ে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউক্রেনের ওপর রাশিয়ার চলমান সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবে বাংলাদেশের ভোট না দেওয়া সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থী।’
এর জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল সেটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম অনেক কথা বলেছেন। তিনি কিন্তু সবকিছুর ব্যাখ্যা দেন, ভারত, পাকিস্তান কেন বিরত ছিল এ ব্যাখ্যাটাও যদি তিনি দেন খুব ভালো হয়। সবচেয়ে বড় কথা, আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। শান্তি স্থাপনে আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।’
‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরা চান বাংলাদেশ বিবাদে জড়াক। সে জন্যই এ ধরনের কথা বলছেন। কিন্তু বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না।’ যোগ করেন তথ্যমন্ত্রী।
পররাষ্ট্রনীতি অনুসরণ করে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘে ভোটদানে বিরত ছিল। আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।
চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত নিয়ে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বেসরকারি রেডিও মালিকদের সঙ্গে আজ সচিবালয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পৃথিবীতে শান্তি বিরাজ করুক এটা আমরা চাই। পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ চাই না। বাংলাদেশ যে কোনো অশান্তির বিপক্ষে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এ কারণেই জাতিসংঘে বাংলাদেশ ভোটদানে বিরত ছিল। ভারতও বিরত ছিল, পাকিস্তানও বিরত ছিল, আরও অনেক দেশ বিরত ছিল।’
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ওই প্রস্তাবে রাশিয়াকে অবিলম্বে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। গত বুধবার পরিষদের জরুরি অধিবেশনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ১৪১টি দেশ প্রস্তাবের পক্ষে এবং পাঁচটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে।
বাংলাদেশের অবস্থান নিয়ে গত শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইউক্রেনের ওপর রাশিয়ার চলমান সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবে বাংলাদেশের ভোট না দেওয়া সংবিধান ঘোষিত গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের নীতিমালা পরিপন্থী।’
এর জবাবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ কেন ভোটদানে বিরত ছিল সেটি নিয়ে মির্জা ফখরুল ইসলাম অনেক কথা বলেছেন। তিনি কিন্তু সবকিছুর ব্যাখ্যা দেন, ভারত, পাকিস্তান কেন বিরত ছিল এ ব্যাখ্যাটাও যদি তিনি দেন খুব ভালো হয়। সবচেয়ে বড় কথা, আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না। শান্তি স্থাপনে আমরা কোনো পক্ষভুক্ত হতে চাই না, এটিই আমাদের অবস্থান।’
‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবেরা চান বাংলাদেশ বিবাদে জড়াক। সে জন্যই এ ধরনের কথা বলছেন। কিন্তু বাংলাদেশ কোনো বিবাদে জড়াতে চায় না।’ যোগ করেন তথ্যমন্ত্রী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নির্বাচনী আইন-বিধিসংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৭ মিনিট আগেনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আইনি বাধ্যবাধকতা থাকায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘চতুর্থ কমিশন সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
৩৬ মিনিট আগেজাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ‘পাশ কাটিয়ে’ ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তি করে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে সাড়ে ৪ হাজার কোটি টাকা ফাঁকির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউসসহ সংশ্লিষ্টদের দুর্নীতি খতিয়ে দেখছে
৪০ মিনিট আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে দেশের নাগরিকদের সব সেবা এক ঠিকানায় পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’, যার সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’। এই উদ্যোগের আওতায় ব্যক্তি উদ্যোক্তারা সেবাদাতা হিসেবে কাজ করার সুযোগ পাবেন এবং চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এর সঙ্গে
১ ঘণ্টা আগে