নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশগামীদের সুবিধার্থে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য র্যাপিড পিসি আর টেস্ট সুবিধা রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দুবাইগামী যাত্রীদের কেউ আরটিপিসিআরের জন্য ছয় থেকে সাত ঘণ্টা অপেক্ষা করতে না চাইলে, তাদের ক্ষেত্রে এই বিকল্প ব্যবস্থা রাখার কথা বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ বিমানকে প্রবাসী শ্রমিকদের জন্য টিকিটের দামে ১০ শতাংশ ছাড়ের সুপারিশ করেছে কমিটি। কমিটি কর্মীদের স্মার্ট কার্ড দিয়ে টিকিট কেনার ক্ষেত্রে এই ছাড় দেওয়ার জন্য বলেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘দুবাই যেতে চাইলে ছয় ঘণ্টা আগে এয়ারপোর্টে যেতে হয়। সে জন্য আমরা একটা অপশন রাখতে চাই। র্যাপিড পিসি আর টেস্টের একটা অপশন যদি থাকে, কেউ যদি তাড়াতাড়ি যেতে চান, তবে তিনি র্যাপিড টেস্ট করে যেতে পারেন।’
আনিসুল ইসলাম বলেন, ‘আমাদের শ্রমিকেরা যারা যাচ্ছেন, তাদের আরটিপিআর টেস্টের টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিয়ে দেয়। কিন্তু, র্যাপিড পিসিআরের জন্য ৪ থেকে ৫ হাজার টাকা লাগে। কেউ যদি মনে করেন তিনি অনেকক্ষণ এয়ারপোর্টে থাকবেন না, তাহলে এই অপশনটা ব্যবহার করতে পারেন।’ এই ভাবনা থেকে র্যাপিড টেস্টের বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশির বসবাস। মহামারির মাঝে সে দেশে যেতে হলে, যাত্রার আগের ছয় ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক।
সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দেশটির সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দিক থেকে সিন্ডিকেশনের কোনো সুযোগ নেই। তবে মালয়েশিয়ায় একটা ব্যাপার আছে। তারা এজেন্ট পছন্দ করবে। আমরা আমাদের লিস্ট পাঠিয়ে দেব। তারা পছন্দ করে যাদের দিতে চায়, তারা দেবে।
এ প্রসঙ্গে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিদেশগামী কর্মীদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ল্যাব স্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়।
টিকিটে ছাড় প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, গত দুই মাসে (নভেম্বর-ডিসেম্বর) ২ লাখ ৩৩ হাজার লোক বাইরে গেছে। মাসে এক লাখ ২০ হাজার। দৈনিক চার হাজারের মতো। তাঁদের জন্য আমরা সুপারিশ করেছি—কোনো একটা ক্রেডিট কার্ড থেকে একজন গ্রাহক বিভিন্ন ছাড় পায়। তেমনই বিমানের টিকিট কাটার সময় একজন প্রবাসী শ্রমিক তার স্মার্ট কার্ড দিয়ে যদি টিকিট কেনেন, তাহলে সেখানে যাতে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়। এখন বিমান যেন সেই ব্যবস্থা নেয়।
আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়শা ফেরদাউস, পংকজ নাথ এবং হাবিবুর রহমান অংশ নেন।
বিদেশগামীদের সুবিধার্থে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য র্যাপিড পিসি আর টেস্ট সুবিধা রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। দুবাইগামী যাত্রীদের কেউ আরটিপিসিআরের জন্য ছয় থেকে সাত ঘণ্টা অপেক্ষা করতে না চাইলে, তাদের ক্ষেত্রে এই বিকল্প ব্যবস্থা রাখার কথা বলেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সুপারিশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ বিমানকে প্রবাসী শ্রমিকদের জন্য টিকিটের দামে ১০ শতাংশ ছাড়ের সুপারিশ করেছে কমিটি। কমিটি কর্মীদের স্মার্ট কার্ড দিয়ে টিকিট কেনার ক্ষেত্রে এই ছাড় দেওয়ার জন্য বলেছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘দুবাই যেতে চাইলে ছয় ঘণ্টা আগে এয়ারপোর্টে যেতে হয়। সে জন্য আমরা একটা অপশন রাখতে চাই। র্যাপিড পিসি আর টেস্টের একটা অপশন যদি থাকে, কেউ যদি তাড়াতাড়ি যেতে চান, তবে তিনি র্যাপিড টেস্ট করে যেতে পারেন।’
আনিসুল ইসলাম বলেন, ‘আমাদের শ্রমিকেরা যারা যাচ্ছেন, তাদের আরটিপিআর টেস্টের টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিয়ে দেয়। কিন্তু, র্যাপিড পিসিআরের জন্য ৪ থেকে ৫ হাজার টাকা লাগে। কেউ যদি মনে করেন তিনি অনেকক্ষণ এয়ারপোর্টে থাকবেন না, তাহলে এই অপশনটা ব্যবহার করতে পারেন।’ এই ভাবনা থেকে র্যাপিড টেস্টের বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতি বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিপুলসংখ্যক বাংলাদেশির বসবাস। মহামারির মাঝে সে দেশে যেতে হলে, যাত্রার আগের ছয় ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক।
সম্প্রতি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে দেশটির সঙ্গে বাংলাদেশের চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে কমিটির সভাপতি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দিক থেকে সিন্ডিকেশনের কোনো সুযোগ নেই। তবে মালয়েশিয়ায় একটা ব্যাপার আছে। তারা এজেন্ট পছন্দ করবে। আমরা আমাদের লিস্ট পাঠিয়ে দেব। তারা পছন্দ করে যাদের দিতে চায়, তারা দেবে।
এ প্রসঙ্গে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিদেশগামী কর্মীদের করোনা ভাইরাস পরীক্ষার জন্য চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ল্যাব স্থাপনের বিষয়ে সুপারিশ করা হয়।
টিকিটে ছাড় প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, গত দুই মাসে (নভেম্বর-ডিসেম্বর) ২ লাখ ৩৩ হাজার লোক বাইরে গেছে। মাসে এক লাখ ২০ হাজার। দৈনিক চার হাজারের মতো। তাঁদের জন্য আমরা সুপারিশ করেছি—কোনো একটা ক্রেডিট কার্ড থেকে একজন গ্রাহক বিভিন্ন ছাড় পায়। তেমনই বিমানের টিকিট কাটার সময় একজন প্রবাসী শ্রমিক তার স্মার্ট কার্ড দিয়ে যদি টিকিট কেনেন, তাহলে সেখানে যাতে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়। এখন বিমান যেন সেই ব্যবস্থা নেয়।
আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়শা ফেরদাউস, পংকজ নাথ এবং হাবিবুর রহমান অংশ নেন।
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের পরিচালন নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির বিশেষজ্ঞ দল কেন্দ্রটির পরিচালনাকারী কর্তৃপক্ষের নিরাপত্তার প্রতি অঙ্গীকারের প্রশংসা করেছে।
১ ঘণ্টা আগেজমা করা বৈধ অস্ত্র জাতীয় নির্বাচনের আগে ফেরত পাচ্ছেন না মালিকেরা। যাঁদের অস্ত্র ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে, নির্বাচনের আগে তাঁদের অস্ত্রও আবার জমা নেওয়া হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৮ ঘণ্টা আগেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করছে পুলিশ সদর দপ্তর। তাঁদের ব্যক্তিগত, দলীয় পরিচয়, অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যের পাশাপাশি গত বছরের ৫ আগস্টের আগে ও পরের ভূমিকাও জানা হচ্ছে। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগেবাংলাদেশে বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগের বিষয়টি ঐচ্ছিক করার প্রস্তাব দেওয়া হয়েছে। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব করা হয়।
৮ ঘণ্টা আগে