নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন দাবি–দাওয়া নিয়ে আন্দোলন, বিক্ষোভ ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে পড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, মানুষ তার প্রয়োজনে বিভিন্ন যানবাহনের দ্বারস্থ হচ্ছে। ফলে ঢাকা মহানগরীতে সুশৃঙ্খল ও কাঠামোগত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন করা কঠিনতর হয়ে পড়েছে। অপরদিকে সময়ে সময়ে বিভিন্ন দাবিদাওয়া ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে যাচ্ছে।
আজ সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ট্রাফিক পক্ষ–২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন।
আজ সোমবার ২১ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ চলবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈধ–অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। ছাত্র–জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ঢাকা শহরসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। জনসাধারণের কথা বিবেচনা করে ছাত্র–জনতা স্বেচ্ছাসেবক হিসেবে কয়েক দিন সুশৃঙ্খলভাবে এই ট্রাফিকের দায়িত্ব পালন করে সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখে।
তিনি বলেন, ট্রাফিক বেআইনি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ট্রাফিক সিগন্যাল চালুর বিষয়ে একটি গবেষক দল কাজ করছে। আশা করি, স্বল্প সময়ের মধ্যেই এটি চালু হবে। শুধু সরকার বা রাষ্ট্রের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নগরীর বসবাসকারী সবার সম্পৃক্তকরণ।
প্রথম অবস্থায় ট্রাফিক পক্ষে প্রায় তিন শ জন ছাত্র কাজ করবেন। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। তাদের একটা সম্মানীও দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
বিভিন্ন দাবি–দাওয়া নিয়ে আন্দোলন, বিক্ষোভ ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে পড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, মানুষ তার প্রয়োজনে বিভিন্ন যানবাহনের দ্বারস্থ হচ্ছে। ফলে ঢাকা মহানগরীতে সুশৃঙ্খল ও কাঠামোগত ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়ন করা কঠিনতর হয়ে পড়েছে। অপরদিকে সময়ে সময়ে বিভিন্ন দাবিদাওয়া ও অবস্থানের কারণে সড়কের শৃঙ্খলা ভেঙে যাচ্ছে।
আজ সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আয়োজিত ট্রাফিক পক্ষ–২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ মন্তব্য করেন।
আজ সোমবার ২১ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ চলবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈধ–অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজট দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। ছাত্র–জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ঢাকা শহরসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়ে। জনসাধারণের কথা বিবেচনা করে ছাত্র–জনতা স্বেচ্ছাসেবক হিসেবে কয়েক দিন সুশৃঙ্খলভাবে এই ট্রাফিকের দায়িত্ব পালন করে সড়ক পরিবহনে শৃঙ্খলা বজায় রাখে।
তিনি বলেন, ট্রাফিক বেআইনি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ট্রাফিক সিগন্যাল চালুর বিষয়ে একটি গবেষক দল কাজ করছে। আশা করি, স্বল্প সময়ের মধ্যেই এটি চালু হবে। শুধু সরকার বা রাষ্ট্রের মাধ্যমে ট্রাফিক ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন নগরীর বসবাসকারী সবার সম্পৃক্তকরণ।
প্রথম অবস্থায় ট্রাফিক পক্ষে প্রায় তিন শ জন ছাত্র কাজ করবেন। পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। তাদের একটা সম্মানীও দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৩৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
৮ ঘণ্টা আগেসিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ১৪ মে থেকে শুরু হচ্ছে। এদিন ৪১৯ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশে উড়াল দেবে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।
৮ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাত রাজ্য বা সেভেন সিস্টার্স প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, সরকার তা সমর্থন করে না। পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
১২ ঘণ্টা আগে‘ভাবি’ শব্দটা পুরুষতান্ত্রিক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘আপনারা একে অপরকে ভাবি ভাবি করছেন। ভাবি শব্দটা কিছুটা পুরুষতান্ত্রিক। মানে আমি একটা পুরুষের মাধ্যমে ভাবি হচ্ছি। আপনারা ভাবি শব্দটাকে পরে ইতিবাচক কিছু করতে পারলে খুব ভালো হয়।’
১৩ ঘণ্টা আগে