Ajker Patrika

নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯: ৩৭
নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ ও নানা বিষয়ে জানতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিনিধিদল। 

কমিশনারের সঙ্গে সাক্ষাৎ ও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিনিধিদল জানতে চেয়েছে নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে। কোনো অসুবিধা আছে কী-না, বয়স্ক ও নারী ভোটারসহ সবাই ভোটকেন্দ্র যেতে পারবে কী-না। অন্যান্য অসুবিধাসহ নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত আছে কী-না এসব বিষয়ে জানতে চেয়েছে।’ এসব প্রশ্নের জবাবে কমিশনার কী বলেছেন এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিনি (ডিএমপি কমিশনার) বলেছেন আমাদের সকল আয়োজন আছে, কোনো অসুবিধা হবে না।’ 

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নির্বাচনী পর্যবেক্ষণ দলে ছিলেন, নাতাশা রথচাইল্ড, ক্রিস্পিন কাহেরু, মারিয়াম তাবাতাদজে, নেনাদ মারিনোভিক, ইভো পেন্টচেভ, কাজী শহীদুল ইসলাম ও নুরানী রুপমা। 

এছাড়া ডিএমপি কমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত