নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পাওয়া অসামান্য অর্জন বলে মনে করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই অর্জনের জন্য ব্যবসায়ী মহল সরকারকে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে বিশেষ সহকারী লিখেছেন, ‘রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পেয়েছে। এটাকে সময়ের বিবেচনায় অসামান্য অর্জন বলেই মনে করি। ইউএসটিআর নেগোসিয়েশনে বাংলাদেশ দল অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ পুরো দল গত দুই মাস ব্যাপক পরিশ্রম করেছেন। কয়েকটি মিটিংয়ে তাঁদের কাজ খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। এ এক অনন্য অভিজ্ঞতা। আমি তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।’
২০ শতাংশ ট্যারিফ প্রাপ্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিবেশীসহ আঞ্চলিক রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশ বেশ কিছুটা এগিয়ে গেল উল্লেখ করে ফয়েজ আহমদ লিখেছেন, ‘আমি আশা করি ব্যবসায়ী মহল সরকারকে এ বিষয়ে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে।’
কিছু ব্যবসায়ীর প্রতি অভিযোগ করে বিশেষ সহকারী লিখেছেন, ‘বাংলাদেশের ইন্সেন্টিভ-নির্ভর কিছু ব্যবসায়ী অধৈর্য হয়ে পত্র-পত্রিকায় ক্রমাগত বিভিন্ন গুজব এবং হতাশার খবর ছড়াচ্ছিল। যারা ইউএস মার্কেটে শুধু বিক্রি করে, সেখান থেকে তেমন কিছু কেনে না—এ ধরনের ব্যবসায়ীরা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন। ইউএস থেকে যাদের কেনার কিছু নেই, স্বাভাবিক কারণেই তাদের নেগোসিয়েশন টিমে রাখা কিংবা তাদের বলয়ের লবিস্ট নিয়োগের পরামর্শ ছিল হাস্যকর এবং শিশুতোষ।’
ফয়েজ আহমদ আরও লিখেছেন, ‘সময় হয়েছে আঞ্চলিকভাবে এই নতুন শুল্কহার কাজে লাগানোর সমন্বিত পরিকল্পনায় মনোনিবেশ করা। ড. খলিলুর রহমান এবং শেখ বশির উদ্দিনের চৌকশ পারফরম্যান্সকে সামনে এগিয়ে নিতে হবে। নেগোসিয়েশনে এমবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এটা ছিল একটা বড় টিম ওয়ার্ক।’
সবশেষে ফয়েজ আহমদ লিখেছেন, ‘যারা নন ডিসক্লাসার অ্যাগ্রিমেন্ট লিক করে সরকারকে তথা বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছে, তাদেরও নিন্দা জানাই। বিশৃঙ্খলা তৈরি করে অ্যাটেনশন সিক করা, শত্রু দেশের অনুকূলে এজেন্সিগিরি করা, দেশের ক্ষতি করে নিজেদের স্বার্থ উদ্ধার এদের হীন উদ্দেশ্য। দেশি-বিদেশি চক্রান্তকারীদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পাওয়া অসামান্য অর্জন বলে মনে করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই অর্জনের জন্য ব্যবসায়ী মহল সরকারকে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আজ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা জানান তিনি।
ফেসবুক পোস্টে বিশেষ সহকারী লিখেছেন, ‘রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পেয়েছে। এটাকে সময়ের বিবেচনায় অসামান্য অর্জন বলেই মনে করি। ইউএসটিআর নেগোসিয়েশনে বাংলাদেশ দল অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছে। ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্যসচিব মাহবুবুর রহমানসহ পুরো দল গত দুই মাস ব্যাপক পরিশ্রম করেছেন। কয়েকটি মিটিংয়ে তাঁদের কাজ খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। এ এক অনন্য অভিজ্ঞতা। আমি তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।’
২০ শতাংশ ট্যারিফ প্রাপ্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিবেশীসহ আঞ্চলিক রপ্তানি প্রতিযোগিতায় বাংলাদেশ বেশ কিছুটা এগিয়ে গেল উল্লেখ করে ফয়েজ আহমদ লিখেছেন, ‘আমি আশা করি ব্যবসায়ী মহল সরকারকে এ বিষয়ে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে।’
কিছু ব্যবসায়ীর প্রতি অভিযোগ করে বিশেষ সহকারী লিখেছেন, ‘বাংলাদেশের ইন্সেন্টিভ-নির্ভর কিছু ব্যবসায়ী অধৈর্য হয়ে পত্র-পত্রিকায় ক্রমাগত বিভিন্ন গুজব এবং হতাশার খবর ছড়াচ্ছিল। যারা ইউএস মার্কেটে শুধু বিক্রি করে, সেখান থেকে তেমন কিছু কেনে না—এ ধরনের ব্যবসায়ীরা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন। ইউএস থেকে যাদের কেনার কিছু নেই, স্বাভাবিক কারণেই তাদের নেগোসিয়েশন টিমে রাখা কিংবা তাদের বলয়ের লবিস্ট নিয়োগের পরামর্শ ছিল হাস্যকর এবং শিশুতোষ।’
ফয়েজ আহমদ আরও লিখেছেন, ‘সময় হয়েছে আঞ্চলিকভাবে এই নতুন শুল্কহার কাজে লাগানোর সমন্বিত পরিকল্পনায় মনোনিবেশ করা। ড. খলিলুর রহমান এবং শেখ বশির উদ্দিনের চৌকশ পারফরম্যান্সকে সামনে এগিয়ে নিতে হবে। নেগোসিয়েশনে এমবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাসহ বিভিন্ন মন্ত্রণালয়ে যাঁরা কাজ করেছেন, তাঁদের সবাইকেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এটা ছিল একটা বড় টিম ওয়ার্ক।’
সবশেষে ফয়েজ আহমদ লিখেছেন, ‘যারা নন ডিসক্লাসার অ্যাগ্রিমেন্ট লিক করে সরকারকে তথা বাংলাদেশকে বিপদে ফেলতে চেয়েছে, তাদেরও নিন্দা জানাই। বিশৃঙ্খলা তৈরি করে অ্যাটেনশন সিক করা, শত্রু দেশের অনুকূলে এজেন্সিগিরি করা, দেশের ক্ষতি করে নিজেদের স্বার্থ উদ্ধার এদের হীন উদ্দেশ্য। দেশি-বিদেশি চক্রান্তকারীদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।’
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে আজ সোমবার ঢাকা ত্যাগ করেছেন। সেখানে ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্স (আইপিএসিসি)-২০২৫’-এ অংশ নেবেন তিনি।
১ ঘণ্টা আগেস্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের পূজা হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
১ ঘণ্টা আগেরাজধানীসহ দেশের বাজারে বিক্রি হওয়া খোলা তেলের ৫১ শতাংশেই ভিটামিন ‘এ’ খুঁজে পায়নি পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
২ ঘণ্টা আগেআধুনিক নগরসভ্যতায় পরিবহন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যার ক্রমাগত বৃদ্ধি হয়ে উঠছে যানজট, বায়ুদূষণ, জ্বালানি অপচয় এবং মানসিক চাপের প্রধান কারণ। আর এ কারণেই আজ (২২ সেপ্টেম্বর) পালিত হচ্ছে ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস।
৪ ঘণ্টা আগে