নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কাজ শুরু করতে গিয়ে ভ্যাট-ট্যাক্স নিয়ে কিছু জটিলতায় পড়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শুক্রবার রাজধানীর এক হোটেলে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, রাজধানীর বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘এক বছর আগে ঠিক এই সময়েই, বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল ডিজিটাল অন্ধকারে। সাবেক সরকারের আমলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই অন্ধকারে দেশ প্রত্যক্ষ করেছিল অজস্র ভয়ংকর ঘটনা–গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড আর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন। হাজারো কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল। অসংখ্য স্বপ্নের মৃত্যু ঘটেছিল।
‘আজ আমরা নতুন যুগের সূচনা উদ্যাপন করছি। দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আমরা একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছি—আর কখনো কোনো সরকার যেন জনগণকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার অবাধ ক্ষমতা না পায়।’
সংবাদ সম্মেলনে স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার উপস্থিত ছিলেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে স্টারলিংক। তবে বাংলাদেশে আমরা ভালো সহযোগিতা পাচ্ছি। এখানে আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’
গত ১৯ মে দেশে স্টারলিংকের পরীক্ষামূলক বাণিজ্যিক যাত্রা শুরু হয়। সে সময়ই গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। আজ আনুষ্ঠানিকভাবে দেশে স্টারলিংকের উদ্বোধন হলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান প্রমুখ।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশে কাজ শুরু করতে গিয়ে ভ্যাট-ট্যাক্স নিয়ে কিছু জটিলতায় পড়ে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শুক্রবার রাজধানীর এক হোটেলে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, রাজধানীর বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, ‘এক বছর আগে ঠিক এই সময়েই, বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়েছিল ডিজিটাল অন্ধকারে। সাবেক সরকারের আমলে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই অন্ধকারে দেশ প্রত্যক্ষ করেছিল অজস্র ভয়ংকর ঘটনা–গণগ্রেপ্তার, হত্যাকাণ্ড আর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন। হাজারো কণ্ঠ স্তব্ধ করা হয়েছিল। অসংখ্য স্বপ্নের মৃত্যু ঘটেছিল।
‘আজ আমরা নতুন যুগের সূচনা উদ্যাপন করছি। দেশে স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আমরা একটি সুস্পষ্ট বার্তা দিচ্ছি—আর কখনো কোনো সরকার যেন জনগণকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার অবাধ ক্ষমতা না পায়।’
সংবাদ সম্মেলনে স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার উপস্থিত ছিলেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে স্টারলিংক। তবে বাংলাদেশে আমরা ভালো সহযোগিতা পাচ্ছি। এখানে আমরা আরও নিবিড়ভাবে কাজ করতে চাই।’
গত ১৯ মে দেশে স্টারলিংকের পরীক্ষামূলক বাণিজ্যিক যাত্রা শুরু হয়। সে সময়ই গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি। আজ আনুষ্ঠানিকভাবে দেশে স্টারলিংকের উদ্বোধন হলো।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব (রুটিন দায়িত্ব) জহিরুল ইসলাম, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান প্রমুখ।
প্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
২ ঘণ্টা আগেতিনি বলেন, ‘অনেক জায়গায় শোনা যাচ্ছে, কেউ গিয়ে মূর্তির হাত কিংবা মাথা নষ্ট করছে। আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে তা অ্যাড্রেস করছি। কোথাও বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজা ঘিরে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই। তবে তুচ্ছ কারণে ছোটখাটো ঘটনা ঘটছে। এসবকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
৩ ঘণ্টা আগেজাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শতাধিক প্রতিনিধিসহ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার আগের কর্তৃত্ববাদী সরকারের বিব্রতকর চর্চা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনায় হতাশা প্রকাশ করে সংস্থাটি বলেছে, জনগণের করের টাকায় বিদেশ সফরে এত বড় প্রতিনিধিদল পাঠ
৩ ঘণ্টা আগেপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শ্রমিকদের মর্যাদা ও শ্রমিককেন্দ্রিক নীতি প্রতিষ্ঠা ছাড়া ন্যায্য রূপান্তর সম্ভব নয়। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত ‘ফ্রম ডায়লগ টু অ্যাকশন: টুয়ার্ডস
৩ ঘণ্টা আগে