নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আরও তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক তিনটি অভিযোগ দায়ের করা হয়। প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরে গুলিতে নিহত সাব্বির ইসলাম সাকিবের পিতা শহিদুল ইসলাম মল্লিকের দেওয়া অভিযোগে শেখ হাসিনাসহ ৬০ জনকে আসামি করা হয়।
গত ১৮ জুলাই উত্তরা এলাকায় বিএনএস সেন্টারের সামনে চোখে গুলিবিদ্ধ মোহাম্মদ মমিনুল ইসলাম মারজান নিজেই অভিযোগ করেন ট্রাইব্যুনালে। তার অভিযোগে শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়।
এ ছাড়া গত ৫ আগস্ট গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকায় শফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে মোহাম্মদ আয়াতুল্লাহ গুলিতে নিহত হন। ওই ঘটনায় তার পিতা সিরাজুল ইসলাম শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে ২২টি অভিযোগ জমা হয়েছে। যার মধ্যে ২১টি সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো গণহত্যার ঘটনায়। এ ছাড়া একটি অভিযোগ ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো গণহত্যার ঘটনায়।
এ ছাড়া সাম্প্রতিক ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও সারা দেশের বিভিন্ন থানা ও আদালতে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, থানা এবং আদালতে করা প্রায় সবকটি ঘটনাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনে থাকা সাবেক শীর্ষ কর্মকর্তাদেরও।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আরও তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে পৃথক তিনটি অভিযোগ দায়ের করা হয়। প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ জুলাই উত্তরা ৭ নম্বর সেক্টরে গুলিতে নিহত সাব্বির ইসলাম সাকিবের পিতা শহিদুল ইসলাম মল্লিকের দেওয়া অভিযোগে শেখ হাসিনাসহ ৬০ জনকে আসামি করা হয়।
গত ১৮ জুলাই উত্তরা এলাকায় বিএনএস সেন্টারের সামনে চোখে গুলিবিদ্ধ মোহাম্মদ মমিনুল ইসলাম মারজান নিজেই অভিযোগ করেন ট্রাইব্যুনালে। তার অভিযোগে শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়।
এ ছাড়া গত ৫ আগস্ট গাজীপুরের কালিয়াকৈর মৌচাক এলাকায় শফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে মোহাম্মদ আয়াতুল্লাহ গুলিতে নিহত হন। ওই ঘটনায় তার পিতা সিরাজুল ইসলাম শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।
আওয়ামী লীগ সরকারের সময় চালানো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ নিয়ে ২২টি অভিযোগ জমা হয়েছে। যার মধ্যে ২১টি সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চালানো গণহত্যার ঘটনায়। এ ছাড়া একটি অভিযোগ ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো গণহত্যার ঘটনায়।
এ ছাড়া সাম্প্রতিক ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও সারা দেশের বিভিন্ন থানা ও আদালতে শতাধিক মামলা দায়ের করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, থানা এবং আদালতে করা প্রায় সবকটি ঘটনাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনে থাকা সাবেক শীর্ষ কর্মকর্তাদেরও।
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
২ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৩ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৫ ঘণ্টা আগে