নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী সোমবার এক দিনের জন্য বিভিন্ন বিষয়ে আবেদনপত্র গ্রহণ ও শুনানির জন্য হাইকোর্টে ৩৬টি বেঞ্চ গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব বেঞ্চ গঠন করেন। সেদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত বেঞ্চগুলো বিচারকাজ পরিচালনা করবে।
প্রধান বিচারপতির এ সংক্রান্ত আদেশ গতকাল শুক্রবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অবকাশকালীন বেঞ্চ গঠনের নির্দেশে প্রধান বিচারপতি উল্লেখ করেন, আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে মামলা পরিচালনা করতে হবে।
এর আগে ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য চারটি বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। শুক্রবারের আদেশে ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) একদিনের জন্য ৩৮টি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। গত ৩০ জুন সুপ্রিম কোর্টের এক প্রজ্ঞাপনে আদালতগুলো সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। তখন থেকে আপিল বিভাগে একটি ও হাইকোর্টে তিনটি বেঞ্চ সীমিত পরিসরে চালু ছিল। এ ছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকছেন।
এদিকে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদুল আজহার আগে রোববার ও সোমবার (১৮ ও ১৯ জুলাই) হাইকোর্ট বিভাগের ফাইলিং ও অ্যাফিডেভিট শাখার নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অধস্তন আদালতের সব বিচারককে টিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে, দেওয়ানি ও ফৌজদারি আদালত, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারী যারা এখনো টিকা গ্রহণ করেননি তাঁদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কোভিড টিকা নিতে হবে। টিকা গ্রহণ শেষে আগামী ১২ আগস্টের মধ্যে তালিকা সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে পাঠাতে বলা হয়েছে।
আগামী সোমবার এক দিনের জন্য বিভিন্ন বিষয়ে আবেদনপত্র গ্রহণ ও শুনানির জন্য হাইকোর্টে ৩৬টি বেঞ্চ গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এসব বেঞ্চ গঠন করেন। সেদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত বেঞ্চগুলো বিচারকাজ পরিচালনা করবে।
প্রধান বিচারপতির এ সংক্রান্ত আদেশ গতকাল শুক্রবার (১৬ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অবকাশকালীন বেঞ্চ গঠনের নির্দেশে প্রধান বিচারপতি উল্লেখ করেন, আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে মামলা পরিচালনা করতে হবে।
এর আগে ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য চারটি বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। শুক্রবারের আদেশে ওই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) একদিনের জন্য ৩৮টি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। গত ৩০ জুন সুপ্রিম কোর্টের এক প্রজ্ঞাপনে আদালতগুলো সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত জানানো হয়। তখন থেকে আপিল বিভাগে একটি ও হাইকোর্টে তিনটি বেঞ্চ সীমিত পরিসরে চালু ছিল। এ ছাড়া সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকছেন।
এদিকে গতকাল শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঈদুল আজহার আগে রোববার ও সোমবার (১৮ ও ১৯ জুলাই) হাইকোর্ট বিভাগের ফাইলিং ও অ্যাফিডেভিট শাখার নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সই করা বিজ্ঞপ্তিতে এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অধস্তন আদালতের সব বিচারককে টিকা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত নির্দেশে বলা হয়েছে, দেওয়ানি ও ফৌজদারি আদালত, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারী যারা এখনো টিকা গ্রহণ করেননি তাঁদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে কোভিড টিকা নিতে হবে। টিকা গ্রহণ শেষে আগামী ১২ আগস্টের মধ্যে তালিকা সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে পাঠাতে বলা হয়েছে।
শাকসবজি ও ফল সংরক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশবান্ধব সৌর প্রযুক্তির সহায়তায় ১০০টি ‘ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ’ স্থাপনের কার্যক্রম শুরু করেছে সরকার। চলতি বছরে এগুলোর নির্মাণকাজ শেষ হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
৭ ঘণ্টা আগেমেট্রোরেলের র্যাপিড পাস কার্ড এবার থেকে অনলাইনেই রিচার্জ করতে পারবে যাত্রীরা। তারা ঘরে বসেই র্যাপিড পাসের ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল বা কম্পিউটার থেকে সহজে রিচার্জ করতে পারবে। ফলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার ধকল পোহাতে হবে না।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
১০ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
১২ ঘণ্টা আগে