নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করবে সরকার। আজ বুধবার সচিবালয়ে ড্যাপের কারিগরি কমিটির সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এই তথ্য জানান।
ড্যাপ বাস্তবায়ন রিভিউ কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, 'ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে এরই মধ্যে নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সভা করে মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে। করোনার সংক্রমণ কমে আসায় ড্যাপ চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে।'
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, 'এই শহরে নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয় না। আবার সরকারি খাল-বিল দখল করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়। কোনো অবস্থাতেই এসব আর করতে দেওয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের আরও সচেতন হয়ে ভূমিকা রাখতে হবে।'
তাজুল ইসলাম বলেন, 'ঢাকাকে আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য যেসব বিষয় আমলে নেওয়া দরকার তা পর্যালোচনা করে ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি চূড়ান্ত করার পর বাস্তবায়িত হলে ঢাকার অনেক পরিবর্তন আসবে।'
ড্যাপ বিশদভাবে পর্যালোচনা করে চূড়ান্ত করতে গত বছরের ২৫ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে দেয় সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী; ভূমি মন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ওই এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা বুধবারের সভায় উপস্থিত ছিলেন।
আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করবে সরকার। আজ বুধবার সচিবালয়ে ড্যাপের কারিগরি কমিটির সভায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এই তথ্য জানান।
ড্যাপ বাস্তবায়ন রিভিউ কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম বলেন, 'ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে এরই মধ্যে নগর পরিকল্পনাবিদ, স্থাপত্যবিদ, রিহ্যাবসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সভা করে মতামত ও পরামর্শ নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে। করোনার সংক্রমণ কমে আসায় ড্যাপ চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে।'
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, 'এই শহরে নকশা অনুযায়ী ভবন নির্মাণ হয় না। আবার সরকারি খাল-বিল দখল করে বড় বড় বিল্ডিং নির্মাণ করা হয়। কোনো অবস্থাতেই এসব আর করতে দেওয়া যাবে না। নকশা এবং বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করতে হবে। ভবন নির্মাণে প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের আরও সচেতন হয়ে ভূমিকা রাখতে হবে।'
তাজুল ইসলাম বলেন, 'ঢাকাকে আধুনিক, দৃষ্টিনন্দন ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার জন্য যেসব বিষয় আমলে নেওয়া দরকার তা পর্যালোচনা করে ড্যাপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি চূড়ান্ত করার পর বাস্তবায়িত হলে ঢাকার অনেক পরিবর্তন আসবে।'
ড্যাপ বিশদভাবে পর্যালোচনা করে চূড়ান্ত করতে গত বছরের ২৫ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রীকে আহ্বায়ক করে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে দেয় সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী; ভূমি মন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী, পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ওই এই কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা বুধবারের সভায় উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৩৪ মিনিট আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৭ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৭ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৮ ঘণ্টা আগে