Ajker Patrika

স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জাতীয় পার্টির

ঢাকা: আসন্ন বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দের দাবি জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। জাপা চেয়ারম্যান জি এম কাদের বুধবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি বলেন, 'দেশের মানুষ স্বাস্থ্য সুরক্ষার বাজেট চায়। তাই বাজেটে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে।'

জি এম কাদের বলেন, 'করোনাকালে প্রমাণ হয়েছে দেশের স্বাস্থ্য সেবা কতটা নাজুক। তাই উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে সকল পরীক্ষা-নিরীক্ষা থাকতে হবে। জেলা পর্যায়ের সরকারি হাসপাতালে আইসিইউসহ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনোলজিস্টস ও টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। জীবন রক্ষাকারী ওষুধ রোগীদের বিনা মূল্যে দিতে হবে।'

জাপা চেয়ারম্যান আরও বলেন, 'দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত হলে কেউ চিকিৎসার জন্য বিদেশে যাবে না। আমরা চাই বিনা চিকিৎসায় যেন একজন রোগীরও মৃত্যু না হয়।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত