নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মাধ্যমে বছরে ১২ লাখ সন্তান প্রসব সম্ভব। এতে করে মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে।
শহীদ শেখ রাসেলের জন্মদিনে আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০ ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে প্রাতিষ্ঠানিক প্রসব এখনো অনেক কম। প্রত্যন্ত অঞ্চলে মাতৃসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো ৮ ঘণ্টা কাজ করে। এভাবে সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মের সময় অনেক শিশু মারা যায়। অনেকে অসুস্থ অবস্থায় জন্ম নেয়। এটি যেন না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা চাই মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং সার্বক্ষণিক সেবা নিন। আমরা মোট ৫০০ সেবাকেন্দ্রে এই সেবা চালু করেছি। এখানে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি দেওয়া হয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে প্রতিবছর ১ লাখ শিশুর মৃত্যু হয়। মোট প্রসবের ৬০ ভাগই সিজারিয়ান (অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব) হয়। এ অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে চাই। এ লক্ষ্যে আমরা এসব স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছি। এখন ৫০০ করেছি, সামনে আরও ৫০০ করার পরিকল্পনা রয়েছে। আমাদের যে পরিকল্পনা, তা বাস্তবায়ন করতে পারলে ৯০ থেকে শতভাগ প্রসব প্রাতিষ্ঠানিক হয়ে যাবে।’
মায়ের স্বাস্থ্যে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মা সুস্থ না থাকলে শিশু সুস্থ থাকবে না। আমাদের ব্রেস্টফিডিংয়ের হার বেড়েছে। এতে মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের উন্নতি হয়। তাই এটি বৃদ্ধিতে সবার ভূমিকা রাখতে হবে।’
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মাধ্যমে বছরে ১২ লাখ সন্তান প্রসব সম্ভব। এতে করে মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে।
শহীদ শেখ রাসেলের জন্মদিনে আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০ ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে প্রাতিষ্ঠানিক প্রসব এখনো অনেক কম। প্রত্যন্ত অঞ্চলে মাতৃসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো ৮ ঘণ্টা কাজ করে। এভাবে সেবা নিশ্চিত করা সম্ভব নয়। তাই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মের সময় অনেক শিশু মারা যায়। অনেকে অসুস্থ অবস্থায় জন্ম নেয়। এটি যেন না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা চাই মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে আসুন এবং সার্বক্ষণিক সেবা নিন। আমরা মোট ৫০০ সেবাকেন্দ্রে এই সেবা চালু করেছি। এখানে পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি দেওয়া হয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে প্রতিবছর ১ লাখ শিশুর মৃত্যু হয়। মোট প্রসবের ৬০ ভাগই সিজারিয়ান (অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব) হয়। এ অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে চাই। এ লক্ষ্যে আমরা এসব স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছি। এখন ৫০০ করেছি, সামনে আরও ৫০০ করার পরিকল্পনা রয়েছে। আমাদের যে পরিকল্পনা, তা বাস্তবায়ন করতে পারলে ৯০ থেকে শতভাগ প্রসব প্রাতিষ্ঠানিক হয়ে যাবে।’
মায়ের স্বাস্থ্যে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মা সুস্থ না থাকলে শিশু সুস্থ থাকবে না। আমাদের ব্রেস্টফিডিংয়ের হার বেড়েছে। এতে মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের উন্নতি হয়। তাই এটি বৃদ্ধিতে সবার ভূমিকা রাখতে হবে।’
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নির্বাচনী আইন-বিধিসংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগেনির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় আইনি বাধ্যবাধকতা থাকায় ইশরাক হোসেনের নামে গেজেট প্রকাশ করা হয়েছে। আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ‘চতুর্থ কমিশন সভা’ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
৩৩ মিনিট আগেজাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ‘পাশ কাটিয়ে’ ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তি করে শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে সাড়ে ৪ হাজার কোটি টাকা ফাঁকির অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক বিদ্যুৎ ও জ্বালানি সচিব ড. আহমেদ কায়কাউসসহ সংশ্লিষ্টদের দুর্নীতি খতিয়ে দেখছে
৩৭ মিনিট আগেপ্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে দেশের নাগরিকদের সব সেবা এক ঠিকানায় পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে নতুন সেবা আউটলেট ‘নাগরিক সেবা বাংলাদেশ’, যার সংক্ষেপিত রূপ ‘নাগরিক সেবা’। এই উদ্যোগের আওতায় ব্যক্তি উদ্যোক্তারা সেবাদাতা হিসেবে কাজ করার সুযোগ পাবেন এবং চলমান ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকেও এর সঙ্গে
৪২ মিনিট আগে