রাশেদ নিজাম, মাওয়া থেকে
প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই পদ্মা সেতু এলাকার মাওয়া প্রান্তে শুরু হয় রঙের খেলা। লাল, নীল, সবুজ নানা রঙে ঢেকে যায় আকাশ। বিমানবাহিনীর ফ্লাইং ডিসপ্লের এক অনিন্দ্য প্রদর্শনী হয়ে গেল আকাশজুড়ে।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এই ফ্লাইং ডিসপ্লের আয়োজন করে বাংলাদেশ বিমানবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এ তথ্য জানান।
মুন্সিগঞ্জে বিমানবাহিনীর ৩১টি বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই ডিসপ্লে প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে অংশ নেয় বিমানবাহিনীর দুটি করে মিগ-২৯, এফটি-৭ বিজি বা এফ-৭ এমবি, এফ-৭ বিজিআইয়ের সমন্বয়ে দেখানো হয় স্মোক পাস।
ফ্লাই পাস্ট (এফপি) প্রদর্শনে ছিল তিনটি এফ-৭ বিজিআই বা বিজি, একটি সি-১৩০জে ও পাঁচটি কে-৮ ডব্লিউয়ের সমন্বয়ে স্মোক পাস, তিনটি এল-৪১০ ও পাঁচটি গ্রোব-১২০ টিপিয়ের সমন্বয়ে ফ্লাই পাস্ট প্রদর্শন করা হয়। এ ছাড়া পাঁচটি এমআই-১৭ / ১৭১-এর মাধ্যমে পতাকা প্রদর্শন ও একটি বেল-২১২-এর মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়।
আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, এই প্রদর্শনীতে শেকুল মেন্যুভার প্রদর্শনের জন্য দুটি কে-৮ ডব্লিউ, ভিক্সেন ব্রেক প্রদর্শনের জন্য পাঁচটি কে-৮ ডব্লিউ ও লো লেভেল অ্যারোবেটিক্স (এলএল ডিসপ্লে) প্রদর্শনের জন্য একটি মিগ-২৯ অংশ নিয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
মাওয়া পাড়ে জমায়েত হওয়া বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষও অবাক চোখে উপভোগ করে ফ্লাইং ডিসপ্লে। এ সময় সবাই করতালি দিয়ে উচ্ছ্বাস জানায়।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই পদ্মা সেতু এলাকার মাওয়া প্রান্তে শুরু হয় রঙের খেলা। লাল, নীল, সবুজ নানা রঙে ঢেকে যায় আকাশ। বিমানবাহিনীর ফ্লাইং ডিসপ্লের এক অনিন্দ্য প্রদর্শনী হয়ে গেল আকাশজুড়ে।
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এই ফ্লাইং ডিসপ্লের আয়োজন করে বাংলাদেশ বিমানবাহিনী। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ এ তথ্য জানান।
মুন্সিগঞ্জে বিমানবাহিনীর ৩১টি বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এই ডিসপ্লে প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে অংশ নেয় বিমানবাহিনীর দুটি করে মিগ-২৯, এফটি-৭ বিজি বা এফ-৭ এমবি, এফ-৭ বিজিআইয়ের সমন্বয়ে দেখানো হয় স্মোক পাস।
ফ্লাই পাস্ট (এফপি) প্রদর্শনে ছিল তিনটি এফ-৭ বিজিআই বা বিজি, একটি সি-১৩০জে ও পাঁচটি কে-৮ ডব্লিউয়ের সমন্বয়ে স্মোক পাস, তিনটি এল-৪১০ ও পাঁচটি গ্রোব-১২০ টিপিয়ের সমন্বয়ে ফ্লাই পাস্ট প্রদর্শন করা হয়। এ ছাড়া পাঁচটি এমআই-১৭ / ১৭১-এর মাধ্যমে পতাকা প্রদর্শন ও একটি বেল-২১২-এর মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়।
আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, এই প্রদর্শনীতে শেকুল মেন্যুভার প্রদর্শনের জন্য দুটি কে-৮ ডব্লিউ, ভিক্সেন ব্রেক প্রদর্শনের জন্য পাঁচটি কে-৮ ডব্লিউ ও লো লেভেল অ্যারোবেটিক্স (এলএল ডিসপ্লে) প্রদর্শনের জন্য একটি মিগ-২৯ অংশ নিয়েছে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
মাওয়া পাড়ে জমায়েত হওয়া বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষও অবাক চোখে উপভোগ করে ফ্লাইং ডিসপ্লে। এ সময় সবাই করতালি দিয়ে উচ্ছ্বাস জানায়।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:
মানবাধিকার লঙ্ঘনের দায়ে অতীতে ব্যাপকভাবে সমালোচিত পুলিশ বাহিনীর বিশেষ ইউনিট র্যাব নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং মানবাধিকার নিশ্চিতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৫-এ দেওয়া উপস্থাপনায় বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান জানান, র্যাব সদস্যদের দায়িত্ব পালনে কোনো
১ ঘণ্টা আগে‘অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি’—ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে এমন কথোপকথনের বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশনের তিন সাংবাদিককে চাকরিচ্যুত করা, জুলাই গণ-অভ্যুত্থান-সম্পর্কিত মামলায় ৪ জেলায় কমপক্ষে ১৩৭ জন সাংবাদিককে আসামি করা এবং সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ জানিয়েছে
৩ ঘণ্টা আগেত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নির্বাচনী আইন-বিধিসংশ্লিষ্ট সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে