নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন অভিযোগ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত অন্তর্বর্তী সরকার। তবে রাষ্ট্রপতিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি উপদেষ্টা পরিষদ। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত পোষণ করে।’ তখন সাংবাদিকেরা রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।’ ভবিষ্যতে উদ্যোগ নেওয়া হবে কি না, সে প্রশ্নে তিনি বলেন, ‘সেটা ভবিষ্যৎ বলতে পারবে।’
সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই। রাষ্ট্রপতির এমন বক্তব্য দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হলে সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যাচার ও শপথ ভঙ্গের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির স্ববিরোধী কথা বলার কোনো সুযোগ নেই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন, তাহলে ওনার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কি না, সেটা উপদেষ্টামণ্ডলীর সভায় ভেবে দেখা হবে।’
রাষ্ট্রপতির অপসারণ নিয়ে গতকাল এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। যে সিদ্ধান্ত হয়নি সে বিষয় কোন প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা অবান্তর।’
প্রেস উইংয়ের ওই সংবাদ সম্মেলনে আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার দুই উপ-প্রেস সচিব।
নতুন নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান আইন মেনে সার্চ কমিটি গঠনের কথা জানিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘দ্রুত নির্বাচনের জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি আছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচন প্রক্রিয়ারই একটা অংশ সার্চ কমিটি। সংস্কার এবং সার্চ কমিটি দুটো প্রক্রিয়া আলাদা আলাদাভাবে চলছে।’
সার্চ কমিটির প্রসঙ্গ টেনে আজাদ মজুমদার বলেন, সার্চ কমিটি নিয়ে একটি আইন আছে। আইনে বলা হয়েছে, কারা কারা থাকবেন। যেহেতু আইনটি বলবৎ আছে। আইনের এখনো পরিবর্তন হয়নি। সার্চ কমিটি গঠন করতে হলে এই আইনটা অনুসরণ করেই করতে হবে। এই বাইরে অন্য কোনো বিকল্প নেই।
রাজনৈতিক দলগুলোর কাছে উপদেষ্টা পরিষদের সদস্যরা সার্চ কমিটির জন্য নাম প্রস্তাব করেছেন কি না জানতে চাইলে উপ-প্রেস সচিব বলেন, ‘সেটা ব্যক্তিগতভাবে নাম চাইতেই পারে। আইনে একটা নির্দিষ্ট প্রক্রিয়া বলা আছে। সেই পদ্ধতি অনুসরণ করেই সার্চ কমিটি গঠন হবে।’
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান কী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আজাদ মজুমদার বলেন, ‘যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে সরকার অবশ্যই পর্যালোচনা করবে।’ দীর্ঘদিনের অপশাসনের কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে জানিয়ে বলেন, ‘প্রত্যেকের যৌক্তিক দাবিদাওয়া সরকার শুনবে এবং নির্দিষ্ট একটি চ্যানেলের মাধ্যমে দাবিগুলো জানানোর জন্য। সরকার প্রত্যেকটা দাবির প্রতি সহানুভূতিশীল।’
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘মামলা করাটা গণতান্ত্রিক অধিকার। গণহারে মামলা আমরাও সাপোর্ট করছি না। মামলা করাটা আপনি কাউকে ঠেকাতে পারবেন না। যখন বাদী বলেছেন তাঁকে চিনেন না, তখন তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ ভঙ্গ করেছেন অভিযোগ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত অন্তর্বর্তী সরকার। তবে রাষ্ট্রপতিকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি উপদেষ্টা পরিষদ। গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘আইন উপদেষ্টা আসিফ নজরুল যা বলেছেন, তার সঙ্গে সরকার একমত পোষণ করে।’ তখন সাংবাদিকেরা রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি।’ ভবিষ্যতে উদ্যোগ নেওয়া হবে কি না, সে প্রশ্নে তিনি বলেন, ‘সেটা ভবিষ্যৎ বলতে পারবে।’
সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তাঁর কাছে নেই। রাষ্ট্রপতির এমন বক্তব্য দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হলে সোমবার আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যাচার ও শপথ ভঙ্গের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির স্ববিরোধী কথা বলার কোনো সুযোগ নেই। যদি উনি এই বক্তব্যে অটল থাকেন, তাহলে ওনার রাষ্ট্রপতি পদে থাকার যোগ্যতা আছে কি না, সেটা উপদেষ্টামণ্ডলীর সভায় ভেবে দেখা হবে।’
রাষ্ট্রপতির অপসারণ নিয়ে গতকাল এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘এ রকম কোনো সিদ্ধান্ত হয়নি। যে সিদ্ধান্ত হয়নি সে বিষয় কোন প্রক্রিয়ায় হবে, সেটা নিয়ে আলোচনা অবান্তর।’
প্রেস উইংয়ের ওই সংবাদ সম্মেলনে আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার দুই উপ-প্রেস সচিব।
নতুন নির্বাচন কমিশন গঠনে বিদ্যমান আইন মেনে সার্চ কমিটি গঠনের কথা জানিয়ে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘দ্রুত নির্বাচনের জন্য পদক্ষেপ গ্রহণ করার দাবি আছে রাজনৈতিক দলগুলোর। নির্বাচন প্রক্রিয়ারই একটা অংশ সার্চ কমিটি। সংস্কার এবং সার্চ কমিটি দুটো প্রক্রিয়া আলাদা আলাদাভাবে চলছে।’
সার্চ কমিটির প্রসঙ্গ টেনে আজাদ মজুমদার বলেন, সার্চ কমিটি নিয়ে একটি আইন আছে। আইনে বলা হয়েছে, কারা কারা থাকবেন। যেহেতু আইনটি বলবৎ আছে। আইনের এখনো পরিবর্তন হয়নি। সার্চ কমিটি গঠন করতে হলে এই আইনটা অনুসরণ করেই করতে হবে। এই বাইরে অন্য কোনো বিকল্প নেই।
রাজনৈতিক দলগুলোর কাছে উপদেষ্টা পরিষদের সদস্যরা সার্চ কমিটির জন্য নাম প্রস্তাব করেছেন কি না জানতে চাইলে উপ-প্রেস সচিব বলেন, ‘সেটা ব্যক্তিগতভাবে নাম চাইতেই পারে। আইনে একটা নির্দিষ্ট প্রক্রিয়া বলা আছে। সেই পদ্ধতি অনুসরণ করেই সার্চ কমিটি গঠন হবে।’
শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে সরকারের অবস্থান কী এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আজাদ মজুমদার বলেন, ‘যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে সরকার অবশ্যই পর্যালোচনা করবে।’ দীর্ঘদিনের অপশাসনের কারণে মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে জানিয়ে বলেন, ‘প্রত্যেকের যৌক্তিক দাবিদাওয়া সরকার শুনবে এবং নির্দিষ্ট একটি চ্যানেলের মাধ্যমে দাবিগুলো জানানোর জন্য। সরকার প্রত্যেকটা দাবির প্রতি সহানুভূতিশীল।’
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘মামলা করাটা গণতান্ত্রিক অধিকার। গণহারে মামলা আমরাও সাপোর্ট করছি না। মামলা করাটা আপনি কাউকে ঠেকাতে পারবেন না। যখন বাদী বলেছেন তাঁকে চিনেন না, তখন তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।’
আদালতে দুদকের করা আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি নসরুল হামিদ তাঁর স্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে বর্ণিত সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
১৪ মিনিট আগে‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হবে মহান মে দিবস। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে মে দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়।
২৩ মিনিট আগেবহু বঞ্চনার শিকার হওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আনসার উদ্দিন খান পাঠানকে অবশেষে দুই বছর মেয়াদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থায় কো-অর্ডিনেটর হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ৩০০ ঘর হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দেশের চারটি জেলা—ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় এই ঘরগুলো বিতরণ করা হয়। আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টা নিজ কার্যালয় থেকে...
১ ঘণ্টা আগে