কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের রাজধানী খার্তুম থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম বড় দলটিকে আগামী ২ মে দেশটির বন্দরনগরী পোর্ট সুদানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করে এই প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।
পোর্ট সুদান থেকে জাহাজ অথবা ফেরিতে করে তাদের সৌদি বন্দরনগরী জেদ্দায় নেওয়া হবে। সেখান থেকে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে। পোর্ট সুদান থেকে সৌদি জাহাজের রওনা হওয়ার তারিখ নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের নাগরিকদের প্রথম দলটিকে ফেরানোর দিনটি স্থির করা হয়েছে বলে রাষ্ট্রদূত জানান।
দেশটি ছেড়ে ঘরে ফেরার জন্য ইতিমধ্যে প্রায় ৬০০ বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন বলে দূতাবাস জানায়। সৌদি জাহাজযোগে ইতিমধ্যে কিছু বাংলাদেশি অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পৌঁছেছেন। তবে তারা সংখ্যায় ঠিক কত, তা জানা যায়নি।
সাউদি গেজেটের তথ্য অনুযায়ী, তেলসমৃদ্ধ সৌদি আরব পোর্ট সুদান থেকে জেদ্দায় জাহাজযোগে নিয়মিত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারও বাংলাদেশ ও ভারতসহ ২৫ দেশের ১৮৭ নাগরিক জেদ্দা পৌঁছেছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৭৪ দেশের ২ হাজার ৫৪৪ নাগরিককে উদ্ধার করা হয়েছে।
এর বাইরে ১৩ জন বাংলাদেশিকে সৌদি নৌবাহিনী উদ্ধার করেছে বলে এক সূত্রে জানা গেছে। অন্যদিকে, বাংলাদেশের ৫৯ জন নাগরিক সুদানে লুটপাটের শিকার হয়েছে বলে খার্তুমে দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন।
সুদানের নিরাপত্তা বাহিনীর বিবদমান পক্ষগুলোর ছোড়া মেশিনগানের গুলি গত ১৫ ও ২২ এপ্রিল বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে আঘাত হানার পর রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা খার্তুম থেকে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।
গৃহযুদ্ধে বিপর্যস্ত সুদানের রাজধানী খার্তুম থেকে বাংলাদেশের নাগরিকদের প্রথম বড় দলটিকে আগামী ২ মে দেশটির বন্দরনগরী পোর্ট সুদানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। খার্তুমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করে এই প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন সুদানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ।
পোর্ট সুদান থেকে জাহাজ অথবা ফেরিতে করে তাদের সৌদি বন্দরনগরী জেদ্দায় নেওয়া হবে। সেখান থেকে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে। পোর্ট সুদান থেকে সৌদি জাহাজের রওনা হওয়ার তারিখ নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের নাগরিকদের প্রথম দলটিকে ফেরানোর দিনটি স্থির করা হয়েছে বলে রাষ্ট্রদূত জানান।
দেশটি ছেড়ে ঘরে ফেরার জন্য ইতিমধ্যে প্রায় ৬০০ বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন বলে দূতাবাস জানায়। সৌদি জাহাজযোগে ইতিমধ্যে কিছু বাংলাদেশি অন্যান্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পৌঁছেছেন। তবে তারা সংখ্যায় ঠিক কত, তা জানা যায়নি।
সাউদি গেজেটের তথ্য অনুযায়ী, তেলসমৃদ্ধ সৌদি আরব পোর্ট সুদান থেকে জেদ্দায় জাহাজযোগে নিয়মিত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারও বাংলাদেশ ও ভারতসহ ২৫ দেশের ১৮৭ নাগরিক জেদ্দা পৌঁছেছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৭৪ দেশের ২ হাজার ৫৪৪ নাগরিককে উদ্ধার করা হয়েছে।
এর বাইরে ১৩ জন বাংলাদেশিকে সৌদি নৌবাহিনী উদ্ধার করেছে বলে এক সূত্রে জানা গেছে। অন্যদিকে, বাংলাদেশের ৫৯ জন নাগরিক সুদানে লুটপাটের শিকার হয়েছে বলে খার্তুমে দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন।
সুদানের নিরাপত্তা বাহিনীর বিবদমান পক্ষগুলোর ছোড়া মেশিনগানের গুলি গত ১৫ ও ২২ এপ্রিল বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে আঘাত হানার পর রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা খার্তুম থেকে নিরাপদ আশ্রয়ে সরে গেছেন।
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১০ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
১০ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
১০ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
১২ ঘণ্টা আগে