Ajker Patrika

গণ টিকা বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের পাশে থাকতে প্রাথমিকের শিক্ষকদের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণ টিকা বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীদের পাশে থাকতে প্রাথমিকের শিক্ষকদের নির্দেশনা

করোনা প্রতিরোধে আগামী ৭ থেকে ১২ আগস্ট দেশে গণ টিকা কর্মসূচি পরিচালিত হবে। সরকারের এই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীকে সহযোগিতা দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বুধবার (৪ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নির্দেশনা দিয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনায় জানানো হয়, কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকার আগামী ৭ থেকে ১২ আগস্ট কোভিড-১৯ প্রতিরোধী গণ টিকা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের ওই কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীর সঙ্গে যৌথভাবে টিকা নিবন্ধন কার্যক্রমে সহায়তার জন্য প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্পৃক্ত করতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত