ঢাবি সংবাদদাতা
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও সংস্কার উদ্যোগে নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। দীর্ঘদিন ধরে উদ্যান ঘিরে চলা মাদক, গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সিনেট ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিল। বৈঠকে উদ্যানকে রমনা পার্কের মতো সুপরিকল্পিত ও নিরাপদ নাগরিক পরিসরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাম্যের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘সাম্য প্রতিবাদী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কী ধরনের অপরাধ চলছে। মাদক, গ্যাং, অপরাধী চক্রসহ ৭০ শতাংশ অপরাধ সৃষ্টি সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে।’
আসিফ মাহমুদ বলেন, আজকের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিএমপি, গণপূর্ত, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিল এবং সবাই সম্মিলিতভাবে সমাধান খুঁজছে।
সিদ্ধান্ত অনুযায়ী, রাজু ভাস্কর্যের বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। অবৈধ দোকান উচ্ছেদ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি স্থাপন এবং ডিএমপির একটি নতুন পুলিশ বক্স স্থাপন করা হবে। আগামীকাল থেকেই নিয়মিত রেইড পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্যানকে রমনা পার্কের আদলে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
আসিফ মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের দাবি সরকার গুরুত্বসহকারে দেখছে। তিনি শিক্ষার্থীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান এবং প্রশাসনকে অপরাধীদের আশ্রয় না দিতে নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদারে কাজ করছে। যদিও উদ্যানটি সরাসরি বিশ্ববিদ্যালয়ের আওতায় নয়, তবু সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিয়াজ আহমদ খান বলেন, অপরাধে জড়িত কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তাকে ছাড় দেওয়া হবে না।
ভবিষ্যতের জন্য একটি তদারকি কমিটি গঠনের ঘোষণা দেন ঢাবির উপাচার্য, যার নেতৃত্বে থাকবে গণপূর্ত মন্ত্রণালয়। এই কমিটিতে থাকবেন বিশ্ববিদ্যালয়, ডিএমপি, সিটি করপোরেশন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালীমন্দির কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির প্রতিনিধিরা।
উপাচার্য আরও জানান, আজ থেকেই গণপূর্ত মন্ত্রণালয় মাঠ পরিদর্শন শুরু করেছে।
সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ও সংস্কার উদ্যোগে নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। দীর্ঘদিন ধরে উদ্যান ঘিরে চলা মাদক, গ্যাং ও অপরাধী চক্রের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার সিনেট ভবনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিল। বৈঠকে উদ্যানকে রমনা পার্কের মতো সুপরিকল্পিত ও নিরাপদ নাগরিক পরিসরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সাম্যের মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘সাম্য প্রতিবাদী ছাত্র ছিল। তার মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে কী ধরনের অপরাধ চলছে। মাদক, গ্যাং, অপরাধী চক্রসহ ৭০ শতাংশ অপরাধ সৃষ্টি সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে।’
আসিফ মাহমুদ বলেন, আজকের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, ডিএমপি, গণপূর্ত, স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিল এবং সবাই সম্মিলিতভাবে সমাধান খুঁজছে।
সিদ্ধান্ত অনুযায়ী, রাজু ভাস্কর্যের বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। অবৈধ দোকান উচ্ছেদ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি স্থাপন এবং ডিএমপির একটি নতুন পুলিশ বক্স স্থাপন করা হবে। আগামীকাল থেকেই নিয়মিত রেইড পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্যানকে রমনা পার্কের আদলে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
আসিফ মাহমুদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের দাবি সরকার গুরুত্বসহকারে দেখছে। তিনি শিক্ষার্থীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান এবং প্রশাসনকে অপরাধীদের আশ্রয় না দিতে নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা জোরদারে কাজ করছে। যদিও উদ্যানটি সরাসরি বিশ্ববিদ্যালয়ের আওতায় নয়, তবু সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিয়াজ আহমদ খান বলেন, অপরাধে জড়িত কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও তাকে ছাড় দেওয়া হবে না।
ভবিষ্যতের জন্য একটি তদারকি কমিটি গঠনের ঘোষণা দেন ঢাবির উপাচার্য, যার নেতৃত্বে থাকবে গণপূর্ত মন্ত্রণালয়। এই কমিটিতে থাকবেন বিশ্ববিদ্যালয়, ডিএমপি, সিটি করপোরেশন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালীমন্দির কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির প্রতিনিধিরা।
উপাচার্য আরও জানান, আজ থেকেই গণপূর্ত মন্ত্রণালয় মাঠ পরিদর্শন শুরু করেছে।
বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তার জন্য আন্তর্জাতিক মানের একটি নতুন বাহিনী গঠনের পথে হাঁটছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি) নামে নতুন এই বাহিনী গঠনের বিষয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
১৭ মিনিট আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে গঠিত আন্তমন্ত্রণালয় কমিটি গত ১১ ফেব্রুয়ারি ফ্লাইটের টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা পর্যালোচনা করে। পরবর্তীকালে ২৫ মার্চ জমা দেওয়া প্রতিবেদনে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের লাইসেন্স বাতিল করা হয়।
৩ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘প্রত্যাশা অনুযায়ী মিডিয়ার সংস্কার হয়নি। ডিজিএফআই আগে যেভাবে নিয়ন্ত্রণ করত, এখনো সেই চর্চা রয়েছে। মিডিয়া রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে রয়েছে, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। আমি দায়িত্বে থাকাকালে গণমাধ্যম সংস্কার কমিশন করেছিলাম।
৩ ঘণ্টা আগেস্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের আগে র্যাবের যে কর্মকাণ্ড, সেটি আর নেই। এখন সবাই ভালোভাবে কাজ করে যাচ্ছে। র্যাবের পারফরম্যান্স এখন অনেক ভালো। মাদক ও হাতিয়ার উদ্ধারের ক্ষেত্রে, সেই সঙ্গে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান এখন প্রশংসার দাবিদার। তার জন্য আমি র্যাবের সবাইকে ধন্যবাদ জানাই।’
৪ ঘণ্টা আগে