Ajker Patrika

টিকটক ও অনলাইন গেম বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৩: ২৮
টিকটক ও অনলাইন গেম বন্ধে রিট

ঢাকা: টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার ও লাইকির মতো সব অনলাইন গেম ও অ্যাপ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার। 
 
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (ডিজি), বাংলাদেশ ব্যাংক, সব মোবাইল অপারেটর, বিকাশ ও নগদকে বিবাদী করা হয়েছে। 

রিটকারী হুমায়ুন কবির পল্লব আজকের পত্রিকাকে বলেন, গত ১৯ জুন এ বিষয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ প্রেরণ করা হয়। কিন্তু প্রতিকার না পাওয়ায় রিট আবেদন করা হয়েছে।

রিটে এসব অ্যাপের ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমে বাংলাদেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন। এসব গেম যুব সমাজকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। টিকটক, বিগো লাইভ, পাবজি, লাইকিও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শিশু–কিশোরকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করছে। নারী পাচার বেড়ে চলেছে। এসব জনস্বার্থেও পরিপন্থী। দেশের বাইরেও অর্থ পাচার হচ্ছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত