Ajker Patrika

টিকটক ও অনলাইন গেম বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৩: ২৮
টিকটক ও অনলাইন গেম বন্ধে রিট

ঢাকা: টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার ও লাইকির মতো সব অনলাইন গেম ও অ্যাপ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট রিট আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ও মোহাম্মদ কাউছার। 
 
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক (ডিজি), বাংলাদেশ ব্যাংক, সব মোবাইল অপারেটর, বিকাশ ও নগদকে বিবাদী করা হয়েছে। 

রিটকারী হুমায়ুন কবির পল্লব আজকের পত্রিকাকে বলেন, গত ১৯ জুন এ বিষয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ প্রেরণ করা হয়। কিন্তু প্রতিকার না পাওয়ায় রিট আবেদন করা হয়েছে।

রিটে এসব অ্যাপের ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, পাবজি ও ফ্রি ফায়ারের মতো গেমে বাংলাদেশের যুব সমাজ এবং শিশু-কিশোররা ব্যাপকভাবে আসক্ত হয়ে পড়েছে। ফলে সামাজিক মূল্যবোধ, শিক্ষা, সংস্কৃতি বিনষ্ট হচ্ছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হয়ে পড়ছে মেধাহীন। এসব গেম যুব সমাজকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। টিকটক, বিগো লাইভ, পাবজি, লাইকিও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শিশু–কিশোরকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করছে। নারী পাচার বেড়ে চলেছে। এসব জনস্বার্থেও পরিপন্থী। দেশের বাইরেও অর্থ পাচার হচ্ছে। দেশের অর্থনীতিকে পঙ্গু করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরের চিকিৎসক জঙ্গি সংগঠন জইশের সদস্য, হরিয়ানায় তাঁর বাসায় মিলল ৩ টন বিস্ফোরক

রাজধানীর সাত এলাকায় ১২ ককটেল বিস্ফোরণ, তিন গাড়িতে আগুন

হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় ছাত্রলীগ নেতাকে, থানায় দিতে গিয়ে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ধীরে ধীরে চলছিল গাড়িটি, ট্রাফিক সিগন্যালে থামতেই বিকট বিস্ফোরণ

তুমুল হট্টগোলে পাকিস্তানের সংবিধান সংশোধন, সেনাপ্রধান আসিম মুনির আরো ক্ষমতাধর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ