Ajker Patrika

তৌহিদ-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১: ১৫
তৌহিদ-জয়শঙ্কর বৈঠক: বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা

বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ বৈঠকে অংশ নেন। 

নিউইয়র্ক সময় অনুযায়ী গতকাল সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের বিরতিতে মন্ত্রীপর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

জয়শঙ্কর এক এক্স-পোস্টে ছবি যুক্ত করে জানান, তাঁরা বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়গুলো আলোচনায় এনেছেন।

এদিকে শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ‘সোনালি অধ্যায়’ হিসেবে দেখেছে দুই দেশের সরকার। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে একধরনের অচলাবস্থা দেখা দেয়। এখন সম্পর্ক সচল করতে বিভিন্ন উপায়ে সক্রিয় রয়েছে ভারত। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক। ছবি: এক্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মোদি এ ক্ষেত্রে ভারতের বৈশ্বিক মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সহযোগিতা চেয়েছেন। 

অন্যদিকে তাঁর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বৈঠকটিও বেশ গুরুত্বপূর্ণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত