Ajker Patrika

মিরনজিল্লা কলোনির হরিজনদের উচ্ছেদ নয়, স্থগিত হয়নি হাইকোর্টের আদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরনজিল্লা কলোনির হরিজনদের উচ্ছেদ নয়, স্থগিত হয়নি হাইকোর্টের আদেশ

পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে স্থিতাবস্থার আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের করা আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। আগামী ৪ জুলাই এই বিষয়ে শুনানি হবে। 

সোমবার (১ জুলাই) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মুরাদ রেজা। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন ও সুব্রত চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেনি চেম্বার আদালত। এটি এখন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। 

এর আগে পুরান ঢাকার আগাসাদেক লেনের মিরনজিল্লা সুইপার কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করে দক্ষিণ সিটি করপোরেশন। 

এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক, উৎপল বিশ্বাস ও আইনুন্নাহার সিদ্দিকা। 

হাইকোর্টের আদেশের পর আইনজীবী মনোজ কুমার ভৌমিক আজকের পত্রিকাকে বলেন, বিকল্প ব্যবস্থা করে কলোনিতে থাকা হরিজন সম্প্রদায়ের বাসিন্দাদের স্থানান্তর করতে বলেছেন আদালত। আর উচ্ছেদ কার্যক্রমে ৩০ দিনের স্থিতাবস্থা জারি করেছেন। তাই বিকল্প ব্যবস্থা না করে তাঁদের উচ্ছেদ করা যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত